সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকটে, স্বাস্থ্য সেবায় দেখা দিয়েছে অচলাবস্থা

সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকটে, স্বাস্থ্য সেবায় দেখা দিয়েছে অচলাবস্থা
সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকটে, স্বাস্থ্য সেবায় দেখা দিয়েছে অচল অবস্থা

পোস্টকার্ড প্রতিবেদক ।।

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলীজনিত কারনে ডাক্তার সংকট দেখা দিয়েছে । দীর্ঘদিন হাসপাতাল জুড়ে ডাক্তার সংকট তৈরী হওয়ায় স্বাস্থ্য সেবায় নেমে এসেছে চরম অচলবস্থা। মাসের পর মাস সংকট চিরস্থায়ী হয়ে উঠায় সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এ অবস্থায় হাসপাতালজুড়ে সংকট কঠিন আকার ধারন করলেও সমস্যা সমাধানের উদ্যোগ নেই। সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বদলী হয়ে মেডিসিন কনসালটেন্ট ডা. জাহেদুল ইসলাম, সার্জারি কনসালটেন্ট ডা. ওমর ফারুক তুহিন ও নাক-কান গলা বিশেষজ্ঞ ডা. মো. তারেক চলে যান অন্যস্থানে। এ অবস্থায় দীর্ঘ ৪ মাস ধরে শূন্য পদ পূরন না হওয়ায় হাসপাতালে জুড়ে সৃষ্টি হয় ডাক্তার সংকট। আর ডাক্তার সংকটের কবলে পড়ে গুটি কয়েক ডাক্তাওে উপর নির্ভশীল হয়ে পড়ে রোগীরা। ফলে উপস্থিত ডাক্তারদের হতে চিকিৎসা নিত বাধ্য হওয়ায় সঠিক সবা হতে বঞ্চিত মানুষ।

রোগীরা বলেন,‘ চিকিৎসা নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষন। আবার সব রোগের চিকিৎসা চলে কয়েক ডাক্তার দ্বারা। ফলে সব রোগের চিকিৎসা কর্মস্থলে থাকা উপস্থিত ডাক্তাররা দিতে থাকায় রোগের কোনো উন্নতি নেই। নাম মাত্রে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তারা। এছাড়া আউট ডোরে দৈনিক কয়েক’শ রোগীর চিকিৎসা কয়েক ডাক্তার নির্ভর হওয়ায় সেবা প্রদানে নানা বিড়ম্বনা। সে সাথে অধিক রোগীর চাপে প্রায় সময় রোগী যথাযথ চিকিৎসা দেয়াও সম্ভব হয়ে উঠে না বলে জানান ডাক্তাররা। কর্মরত ডাক্তাররা বলেন, জটিল রোগের চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সব রোগের চিকিৎসা দেয়াটা কখনও যথার্থ হবে না। তারপরও যতদুর সম্ভব চিকিৎসার মাধ্যমে রোগীর সেবা প্রদানে চেষ্টা চলছে। তবে শূন্য পদগুলো পূরন করা গেলে জন সাধারন আরো যর্থাত্ব চিকিৎসা পেয়ে উপকৃত হবে বলে জানান তারা।

অথচ ডাক্তার সংকটে পড়ে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হলেও নেই কোনো কার্যকর পদক্ষেপ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন,‘ বদলী জনিত কারনে কর্তব্যরত ডাক্তাররা অন্যত্র চলে যাওয়ায় হাসপাতাল জুড়ে চরম ডাক্তার সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শূন্য পদে সে মানের ডাক্তাররা মফস্বলে আসতে চাই না। এরপরও খুব শীঘ্রয় শূন্যপদগুলো পূরনে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।