সেপ্টেম্বরে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেল, টোল নির্ধারণ

সেপ্টেম্বরে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেল, টোল নির্ধারণ
সেপ্টেম্বরে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেল, টোল নির্ধারণ

পোস্টকার্ড ডেস্ক ।।

সেপ্টেম্বরে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেল । চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ব্যবহারের জন্য যানবাহনের টোল নির্ধারণ করেছে সেতু বিভাগ। সেপ্টেম্বরে টানেল চালুর পর থেকে এ টোল কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ টোল নির্ধারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- কার, জিপ এবং পিকআপ ভ্যানের জন্য টোল ২০০ টাকা, মাইক্রোবাসের জন্য ২৫০ টাকা, বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা, বাস (৩২ আসন বা বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫.০১ টন থেকে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা, ট্রাক (৮.০১ থেকে ১১ টন) পর্যন্ত ৬০০ টাকা, ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল) এক হাজার টাকা এবং ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের বেশি) এক হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা টোল দিতে হবে।

জানা যায়, প্রকল্পের বিবরণ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে নির্মিত এই টানেলটি চালুর জন্য প্রয়োজনীয় এবং আনুষঙ্গিক কাজগুলো এখন শেষ করা হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে ১৮ থেকে ৩১ মিটার গভীরে টানেলটি নির্মাণ করা হয়েছে এবং মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার।

চার লেন বিশিষ্ট দুটি টিউবের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে ২ দশমিক ৪৫ কিলোমিটার। মূল টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে একটি ৭২৭ মিটার ফ্লাইওভার থাকছে।

খালেদ / পোস্টকার্ড ;