সেবার জগতে বাতিঘর সাবেক গভর্নররা , ‘পিডিজি অনার ডে’র অনুষ্ঠানে বক্তারা

সেবার জগতে বাতিঘর সাবেক গভর্নররা , ‘পিডিজি অনার ডে’র অনুষ্ঠানে বক্তারা
সেবার জগতে বাতিঘর সাবেক গভর্নররা , ‘পিডিজি অনার ডে’র অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদন।।

সাবেক গভর্নরদের সম্মানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর বিশেষ দিন ‘পিডিজি অনার ডে’র আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল যুগে যুগে দেশে দেশে সেবার জগতকে সমৃদ্ধ করেছে। নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মানুষের পাশে দাঁড়ানোর লায়নিজমের মূলমন্ত্রকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সাবেক গভর্নরদের ভূমিকা সব সময় শ্রদ্ধা ও সম্মানের সাথে উচ্চারিত হবে। সমাজের সুবিধাবঞ্চিত এবং নিপীড়িত মানুষের কল্যাণে নিবেদিত এই সেবা কার্যক্রম সাবেক গভর্নরদের দেখানো পথ ধরে অনন্তকাল ধরে চলবে।
বক্তারা বলেন, একেকজন সাবেক গভর্নর সেবার জগতে একেকটি বাতিঘর। যাদের দেখানো আলোতেই পথ চলছি আমরা। এই পথ ধরে আসা আলোতে অনন্তকাল ধরে পথ চলবে আজ এবং আগামীর লাখো লায়ন সদস্য। মানুষের কল্যাণ চিন্তায় সাবেক গভর্নরদের ভূমিকা পৃথিবীকে অনেকবেশি বাসযোগ্য করেছে বলেও বক্তারা মন্তব্য করেন। গতরাতে হোটেল আগ্রাবাদে পিডিজি অনার ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুন মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সাবেক গভর্নরদের ভিন্ন আঙ্গিকে শ্রদ্ধা জানানো হয়। পুরো হলের বাতি বন্ধ করে দিয়ে সাবেক গভর্নরদের হাতে দেয়া হয় মোমবাতি। জাতীয় পতাকা হাতে নিয়ে প্রাক্তন গভর্নরবৃন্দ আলো জ্বালিয়ে মঞ্চ আলোকিত করেন। মোমের আলোয় জ্বল জ্বল করে লাল সবুজ পতাকা। আলোয় আলোয় অনন্য হয়ে উঠে মঞ্চের চারপাশ। এ আলো সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেয়ার শপথ নেন লায়ন সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে লায়ন কাজী আকরাম উদ্দীন বলেন, চট্টগ্রামের সেবার জগতে ব্যতিক্রম হচ্ছেন লায়ন কামরুন মালেক। তিনি এই ডিস্ট্রিক্টের প্রথম নারী গভর্নর। ঊনার স্বামী লায়ন এম এ মালেকও গভর্নর ছিলেন। এ দু’জন মানুষই মানুষের মুখে হাসি ফোটানোর নিরন্তর চেষ্টা করছেন। এই চেষ্টা লায়নিজমকে সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করেছে সেবার জগতকে।
লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, সেবার ধারণায় নতুন মাত্রা এনেছে লায়নিজম। পৃথিবীর দেশে দেশে লায়নিজম যেভাবে দুস্থ ও অসহায় মানুষের সেবা করে যাচ্ছে তার তুলনা হয় না। সেবার জগতে অনন্য ভূমিকা রাখতে পেরেছে বলেই বিশ্বের দুইশটিরও বেশি দেশে বিগত একশ’ বছরেরও অধিককাল ধরে উড়ছে লায়নিজমের পতাকা। সাবেক গভর্নরদের দেখানো পথ ধরে ভবিষ্যতের লায়ন সদস্যরাও সেবার জগতকে আলোকিত করবেন।
তিনি ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমরাও এভাবে সম্মানিত হওয়ার সুযোগ পেতাম না। করোনা ভাইরাস বিশ্বের প্রেক্ষপট পাল্টে দিয়েছে বলে মন্তব্য করে লায়ন কাজী আকরামউদ্দিন বলেন, লায়ন এম এ মালেকের সম্পাদিত দৈনিক আজাদীতে করোনা নিয়ে প্রতিদিন সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এটিও মানব সেবা। এম এ মালেক লায়নিজমে বিশ্বাসী বলেই এভাবে সেবা করে যাচ্ছেন। এই সেবা মানুষ থেকে মানুষে ছড়িয়ে দিতে তিনি লায়ন সদস্যদের প্রতি আহ্বান জানান।
লায়ন কামরুন মালেক সাবেক গভর্নরদের ‘বাতিঘর’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা একেকজন আমাদের ভ্যানগার্ড। আপনাদের দেখানো পথই আমাদেরকে পথ দেখাচ্ছে। আপনাদের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে আমরা সেবার জগত সমপ্রসারিত করতে চাই। আমরা সমাজের সুবিধাবঞ্চিত এবং হতভাগ্য মানুষগুলোর দুয়ারে সেবা পৌঁছে দিতে চাই। আমাদের এই যাত্রা নির্বিঘ্ন করতে আপনাদের ভূমিকা যুগের পর যুগ সমুজ্জ্বল থাকবে।
পিডিজি অনার ডে’র অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সাবেক গভর্নর লায়ন শফিউর রহমান, লায়ন এমএ মালেক, লায়ন এ কাইয়ুম চৌধুরী, লায়ন শামসুল হক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ রফিক আহমেদ, লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন মোহাম্মদ কবির উদ্দীন ভুঁইয়া, লায়ন এস এম ইসহাক, লায়ন শাহ এম হাসান, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দীন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন মোহাম্মদ মনজুর আলম মনজু। অনুষ্ঠানে সেকেন্ড ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, সদ্য প্রাক্তন গভর্নর লায়ন মোহাম্মদ নাসিরউদ্দীন চৌধুরী বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সাবেক ভাইস গভর্নর এসএম ফারুক, কেবিনেট সেক্রেটারি লায়ন জিকে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জিএসটি লায়ন মুসলেহউদ্দীন খান, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন ওসমান গনিসহ সিনিয়র লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন নাসরিন ইসলাম, লায়ন আয়েশা হক শিমু এবং শহীদ সরোয়ার ম্যাঙ্মি।