সর্বস্তরের সরকারি চাকুরেদের কর্মস্থলে থাকার নির্দেশ, মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না আজ

সর্বস্তরের সরকারি চাকুরেদের কর্মস্থলে থাকার নির্দেশ, মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না আজ
সর্বস্তরের সরকারি চাকুরেদের কর্মস্থলে থাকার নির্দেশ, মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থল এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন, তিনি সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনসহ অন্য যেকোনো ছুটিতেও তারা কর্মক্ষেত্রের বাইরে যেতে পারবেন না। শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে আজ সোমবার সরকারের মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার তিনি জানান, এটি নতুন সিদ্ধান্ত নয়। মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না, তবে তা করোনার কারণে নয়। ২২ ও ২৩ মার্চ ছিল মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনের কারণেই ২৩ মার্চ সোমবার নিয়মিত মন্ত্রিসভার বৈঠক আগে থেকেই প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যতালিকায় রাখা ছিল না।

কিন্তু পরবর্তী সময়ে করোনার কারণে মুজিব বর্ষের সেই বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। বৈঠক না হওয়ার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।