সলিমপুর /লতিফপুরে স্বউদ্যোগে মাস্ক বিতরণ এবং হাত ধোয়ার ব্যবস্থা করলেন নাছির মেম্বার 

সলিমপুর /লতিফপুরে স্বউদ্যোগে মাস্ক বিতরণ এবং হাত ধোয়ার ব্যবস্থা করলেন নাছির মেম্বার 

সীতাকুন্ড প্রতিনিধি।।

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ সলিমপুর ও লতিফপুরে স্বউদ্যোগে মাস্ক বিতরণ এবং হাত ধোয়ার ব্যবস্থা করলেন ৭নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নাছির উদ্দীন।

এছাড়াও এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে।তিনি প্রাণঘাতী এ ভাইরাস থেকে নিজেদের সুরক্ষা পেতে নানানভাবে সচেতনও করেন ।

মঙ্গলবার ৭ নং ওয়ার্ডের ইউ পি মেম্বার মোহাম্মদ নাছির উদ্দীন এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় তিনি মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে অনুরোধ জানান এবং বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে, মানুষের স্বার্থে আপনি হোম কোয়ারেন্টাইনে থাকুন। আপনার নিরাপত্তা সকলের নিরাপত্তা। করোনা ভাইরাস ততক্ষণ আপনার ঘরে আসবে যতক্ষণ না আপনি ঘরের বাইরে গিয়ে তাকে আনতে যাবেন। তাই সকলের নিকট অনুরোধ আপনারা ঘরে থাকুন।