হর্ষবর্ধন শ্রিংলা ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছেন 

হর্ষবর্ধন শ্রিংলা ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছেন 
হর্ষবর্ধন শ্রিংলা ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছেন 

পোস্টকার্ড ডেস্ক ।।

ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। ২৩ ডিসেম্বর সোমবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের শুরুতেই। এরপরই দায়িত্বভার গ্রহণ করবেন শ্রিংলা। ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেবিনেট কমিটির তরফে তার নিয়োগে ছাড়পত্র দেয়া হয়। সরকারি বিবৃতিতে বলা হয়েছে- ‘কেবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি ২৮.০১.২০২০-তে বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষের পর, পরবর্তী বিদেশ সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে।’

১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার হর্ষবর্ধন শ্রিংলা। ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্ব সামলেছেন তিনি। গত বছরের ২৯ জানুয়ারি দেশের বিদেশ সচিব পদে নিযুক্ত হন ১৯৮১ ব্যাচের আইএফএস অফিসার বিজয় কেশব গোখলে। তার আগে, চীনে ভারতের রাষ্ট্রদূত পদের দায়িত্ব পালন করেন তিনি।