২৪ ঘন্টায় ১৯টি বাচ্চা নরমাল ডেলিভারি, সীতাকুণ্ডের ডাক্তার-নার্সদের বাহবা দিলেন স্বাস্থ্যের দুই কর্মকর্তা

২৪ ঘন্টায় ১৯টি বাচ্চা নরমাল ডেলিভারি, সীতাকুণ্ডের ডাক্তার-নার্সদের বাহবা দিলেন স্বাস্থ্যের দুই কর্মকর্তা
২৪ ঘন্টায় ১৯টি বাচ্চা নরমাল ডেলিভারি, সীতাকুণ্ডের ডাক্তার-নার্সদের বাহবা দিলেন স্বাস্থ্যের দুই কর্মকর্তা

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় ১৯ নবজাতকের জন্ম হয়েছে। তার মধ্যে ১০ জন ছেলে শিশু ও ৯ জন মেয়ে শিশু৷ ।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাতটা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত নরমাল ডেলিভারিতে এসব শিশুর জন্ম হয়৷ বর্তমানে সকল শিশু ও মা সুস্থ আছেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, গতকাল শুক্রবার সকাল সাতটা থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত হাসপাতালে মোট ১৯ জন প্রসূতি মা ভর্তি হন। তার মধ্যে সকল প্রসূতি নরমাল ডেলিভারিতে নবজাতক সন্তান প্রসব করেন।

নরমাল ডেলিভারিগুলো সম্পন্ন করেছেন হাসপাতালের নিয়মিত চিকিৎসক ডা. বিবি কুলসুম সুমি, ডা. নাজিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন। এতে সহযোগিতা করেছেন সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার, মিডওয়াইফ শারমিন আক্তার, রাফিন ফাতেমা তাসলিমা, নার্সিং সুপারভাইজার হোসনে আরা বেগম, নার্সিং ইনচার্জ ইন্দিরা চৌধুরী।

নরমাল ডেলিভারি সেবা পেয়ে খুশি প্রসূতিরা ও তাদের পরিবার।

এদিকে ২৪ ঘন্টায় ১৯ নবজাতকের জন্মের খবরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তারা দুজনেই সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমাতে যে লক্ষ্যমাত্রা তা পূরণে কাজ করে যাচ্ছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের নরমাল ডেলিভারি সেবা দিতে আমরা সদা প্রস্তুত। গতকাল থেকে আজ পর্যন্ত সেবা পাওয়া অনেকে ইতিমধ্যে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য যে, গত ৩ মাসে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩৮ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় ১৬ টি। এগুলোর কোনটিতেই অনাকাংখিত খবর পাওয়া যায়নি বলে জানা যায় ৷

খালেদ / পোস্টকার্ড ;