৩কোটি টাকা ব্যয়ে মাটিরাঙ্গায় ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

৩কোটি টাকা ব্যয়ে মাটিরাঙ্গায় ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ উদ্বোধন
৩কোটি টাকা ব্যয়ে মাটিরাঙ্গায় ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

পোস্টকার্ড (খাগড়াছড়ি ) প্রতিনিধি ।।


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ পাঠাগারের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার তৈরি হচ্ছে।

পাঠাগার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কঠোর প্ররিশ্রম করে যাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্যো তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

বীর বাহাদুর বলেন, পার্বত্য তিন জেলাতে সমহারে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ১৯৯৭ সালে পাহাড়ে শান্তিচুক্তির ফলে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। পাহাড়ে আমরা সকল সম্প্রদায় একযোগে কাজ করলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ধরণের বই থাকবে এ পাঠাগারে।

অনুষ্ঠানে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোশের্দ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মো. হারুন উর রশীদ ফরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, ঠিকাদার মো. জহিরুল ইসলাম, জেলা উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা, উপস্থিত ছিলেন।