সাকিবকে নিয়ে শিরোনামগুলো ‘দুঃখজনক’ : শিশির

সাকিবকে নিয়ে শিরোনামগুলো ‘দুঃখজনক’ : শিশির

ক্রীড়া ডেস্ক ।।

সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে কাল আবাহনী-মোহামেডান ম্যাচে অসদাচরণ করে । এরই মধ্যে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন  ম্যাচ রেফারি

তবে গতকাল মাঠে বিতর্কিত আচরণের পরই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সাকিব। এরপরও এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা থেমে নেই।

তবে এই সমালোচনার মাধ্যমে সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির।

‘সাকিব উম্মে আল হাসান’ নামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শিশির লেখেন, ‘সংবাদমাধ্যম এই ঘটনা যেমন উপভোগ করছে, তেমনি আমিও করছি, অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেল! যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।’

শিশিরের কথা, ‘যাই হোক, এটা দুঃখজনক যে মূল বিষয়টি সংবাদমাধ্যম চাপা দিয়ে শুধু তার রাগের বহিঃপ্রকাশটুকুই ফলাও করে প্রচার করছে। মূল বিষয়টি হলো আম্পায়ারদের চলমান দৃষ্টিকটু সিদ্ধান্তগুলো! শিরোনামগুলো খুব দুঃখজনক। আমার মনে হয়, এটা তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা একটা ষড়যন্ত্র, যেখানে সব ঘটনাতেই তাকে ভিলেন হিসেবে তুলে ধরা হয়। ক্রিকেটপ্রেমী হলে নিজের কাজকর্ম নিয়ে সাবধান থাকুন!’

উম্মে আহমেদ শিশিরের এই স্ট্যাটাস ৩ হাজারের বেশি শেয়ার হয়েছে। মন্তব্য পড়েছে প্রায় ৬ হাজার।

আবাহনী-মোহামেডানের ম্যাচে নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে মোহামেডান অধিনায়ক সাকিব আবার নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন। ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর। পরে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে দুই ড্রেসিংরুমে টেনে নেন।