আজ থেকে কাট্টলীতে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব শুরু

আজ থেকে কাট্টলীতে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব শুরু
আজ কাট্টলীতে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব শুরু

পোস্টকার্ড ডেস্ক ।।

আজ থেকে শুরু হচ্ছে উত্তর কাট্টলীর স্বনামধন্য সঙ্গীত বিদ্যালয় অদিতির উনবিংশ বর্ষপূর্তিতে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব । ভারতীয় হাই কমিশনের সহযোগীতায় প্রতিবারের মত এবারো কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ উৎসব শুরু হতে যাচ্ছে।

উৎসব উদ্বোধন করবেন বরেণ্য অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন। কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সদস্য সচিব ডা. কিশোর আচার্য্য, বক্তব্য রাখবেন আহ্বায়ক অ্যাড. মিনহাজ উদ্দিন রাসেল, টুনটু দাশ বিজয় প্রমুখ।

২য় দিনে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, আলোচক থাকবেন খোরশেদ আলম সুজন।

৩য় দিনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

তিনদিন ব্যাপী উৎসবে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, গুণীজন সম্মাননা, সনদপত্র বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, যাদু, নাটক, লাইভ আর্ট সহ নানাবিধ আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।