আনোয়ারায় সুন্নি কনফারেন্স সম্পন্ন 

আনোয়ারায় সুন্নি কনফারেন্স সম্পন্ন 
আনোয়ারায় সুন্নি কনফারেন্স সম্পন্ন 

এনামুল হক নাবিদ, আনোয়ারা।।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ওরশে গাউছে পাক (রহ:) উদযাপন উপলক্ষে ১৫তম বিশাল সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ নভেম্বর) মাওলানা মোজাহেরুল ইসলামের সঞ্চলনায় সংগঠনের সভাপতি নুরুল হক আমিরীর সভাপতিত্বে এই সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

কনফারেন্সে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বখতিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ জাফর ছাহেব। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ও  নর্থ ব্রুনক্স ইসলামিক সেন্টার, নিউইয়র্ক, আমেরিকা সম্মানিত খতিব ও পরিচালক শায়খ আল্লামা ড. সাইফুল আজম বাবর আল আযহারী।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল হান্নান, মাওলানা ওসমান গনি, মাওলানা মোহাম্মদ সোলয়মান আনোয়ারী,  মাওলানা মোহাম্মদ ফজলুল কাদের প্রমুখ।

বক্তারা বলেন রাসুল (স:) পৃথিবীতে আগমন মুসলিম জাহানের জন্য কল্যাণকর ও খুশির। এই খুশি উদযাপনই হলো ঈদে মিলাদুন্নবী।

আল্লাহতায়ালা তার প্রিয় বন্ধুকে বিশ্ব শান্তির দূত হিসেবে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বক্তারা তাদের বক্তব্য রাসুল( স:) এর আদর্শে জীবন গড়ার তাগিদ দেন বক্তারা।

খালেদ / পোস্টকার্ড ;