আনোয়ারায় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ দোকানিকে জরিমানা

আনোয়ারায় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ দোকানিকে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি।। 

সরকারি নির্দেশনা অমান্য করায় চট্টগ্রামের আনোয়ারায় ১৫ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মে) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার ও বটতলী রুস্তমহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. তানভীর হাসান আহমেদ।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আনোয়ারায় বেশকিছু দোকান ও শপিংমল খোলা রাখা হয়েছে। এসব হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০ টায় খোলার এবং বিকেল ৪টার মধ্যে বন্ধ করার কথা থাকলেও কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট ৪টার পরও খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. তানভীর হাসান আহমেদ বলেন, বিকাল ৪টার পর বন্ধের নির্দেশনা রয়েছে। তারপরও কিছু ব্যবসায়ী সেটি মানছে না। নির্দেশনা অমান্য করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ১৫টি দোকানের মালিকদের ২২ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, করোনার বিধি-নিষেধ অমান্য করে যেসব ব্যক্তি প্রতিষ্ঠান খোলা রাখবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।