আরো ১৬৬ জন করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে , মোট আক্রান্ত ১৬৪৬

আরো ১৬৬ জন করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে , মোট আক্রান্ত ১৬৪৬

পোস্টকার্ড ডেস্ক ।।

আরও ১৬৬ জন করোনা রোগী চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুলিশ ও র‌্যাব সদস্যও রয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪৬ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, শনিবার (২৩ মে) রাত পর্যন্ত মোট ১ হাজার ৬৪৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হলো চট্টগ্রামে।

শনিবার চট্টগ্রামের তিনটি ল্যাবে ৪৩৬টি এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৫টিসহ মোট ৪৫১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের এই ১৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে মহানগরে শনাক্ত হয়েছেন ১৪৬ জন। আর ২০ জন উপজেলা পর্যায়ের।

মহানগরে শনাক্তদের মাঝে আছেন উল্লেখযোগ্য সংখ্যক র‌্যাব, পুলিশ ও শিল্প পুলিশের সদস্য।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এসব সদস্যের মাঝে দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন কেউ না কেউ করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হচ্ছেন। শনিবার একদিনেই এই বাহিনীর ৩০ জনেরও বেশি সদস্য নতুনভাবে শনাক্ত হয়েছেন।

শনাক্তের তালিকায় আছেন বেশকয়জন চিকিৎসকও। সংক্রমিত চিকিৎসক-নার্সের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে চট্টগ্রামে।

এদিকে, দেশের শীর্ষস্থানীয় ব্যবসা গ্রুপ এস আলম পরিবারের আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে শনিবার।

এর আগে ওই পরিবারের ৬ সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে গ্রুপের পরিচালক মোরশেদুল আলম শুক্রবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ৪৫ বছর বয়সী একজন পুলিশ সদস্য। সকাল সাড়ে আটটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরজন ৬০ বছর বয়সী মহিলা। তিনিও হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। শনিবার রাত দশটার দিকে মহিলার মৃত্যু হয়।

দু‘জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফৌজদারহাটের বিআইটিআইডিতে শনিবার ২৪৬টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৬২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৫৬ জন মহানগরীর। আর ৬ জন উপজেলা পর্যায়ের।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের একজনেরও করোনা পাওয়া যায়নি।

আর চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষা হয় শনিবার। এতে চট্টগ্রামের ৯৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে ৯০ জন মহানগরীর এবং ৮ জন উপজেলার বাসিন্দা। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১৫টি নমুনা পরীক্ষা ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত এই ৬ জন সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

শনিবার সবমিলিয়ে ৪৫১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৬৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে যার ১৪৬ জন মহানগরীর। আর ২০ জন উপজেলা পর্যায়ের।

উপজেলা পর্যায়ে শনাক্তদের মাঝে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ৪ জন, আনোয়ারায় ১ জন, পটিয়ায় ২ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, ফটিকছড়ি ১ জন, হাটহাজারীতে ১ জন এবং সীতাকুণ্ডে ৬ জন রয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেওয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আক্রান্তদের বাসা-বাড়ি লকডডাউনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।

এদিকে, নতুন করে শনাক্ত ১৬৬ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৬ জনে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৫০ জন।

তবে নতুন শনাক্তদের তথ্য দিলেও মৃত্যু সংক্রান্ত নতুন তথ্য শনিবার রাতে দিতে পারেনি সিভিল সার্জন কার্যালয়। রবিবার সকালে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবে দপ্তরটি। তবে বিস্তারিত তথ্যে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

এছাড়া নতুন ৪ জনসহ এ পর্যন্ত ১৫১ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।