আরো ২০৮ জন করোনা শনাক্ত চট্টগ্রামে, মোট আক্রান্ত ৩১৫১

আরো ২০৮ জন করোনা শনাক্ত চট্টগ্রামে, মোট আক্রান্ত ৩১৫১

পোস্টকার্ড ডেস্ক।।

নতুন করে চট্টগ্রামে আরো ২০৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়াল। আর আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। এর মধ্যে রোববার পর্যন্ত মারা গেছেন ৭৬ জন।

সোমবার (১ জুন) চট্টগ্রামের চারটি ল্যাবে মোট ৬৩১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত ২০৮ জনের মধ্যে ১৪২ জন মহানগর ও ৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্য তিন রোগীর ঠিকানা জানা যায়নি।

চট্টগ্রামে নতুন করে আরও ছয়জন চিকিৎসক আক্রান্ত হলেন করোনাভাইরাসে। পাঁচলাইশ আবাসিক এলাকায় একই পরিবারেই রয়েছেন দুজন। এদের একজন বেসরকারি ন্যাশনাল হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। অন্যদিকে নগরীর কোতোয়ালী থানায় আক্রান্ত হয়েছেন আরও চার পুলিশ সদস্য। পাঁচলাইশ থানায়ও মিলেছে এক নারীর নাম। অন্যদিকে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৮ বছর বয়সী মাসুদুর রহমানও করোনায় আক্রান্ত হলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হলেন।

নতুন করে করোনায় আক্রান্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন পশ্চিম খুলশীর বাসিন্দা ৩২ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক, পাঁচলাইশ আবাসিক এলাকায় একই পরিবারের বাসিন্দা দুই চিকিৎসক— ৫০ বছর বয়সী এক পুরুষ ও ২৯ বছর বয়সী এক নারী৤ এই পরিবারে আরও আক্রান্ত হয়েছেন ১৫ বছরের এক কিশোরও। এছাড়া করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৪৭ ও ৩৫ বছর বয়সী দুই পুরুষ চিকিৎসক ও ৪৮ বছর বয়সী এক নারী চিকিৎসকও।

সোমবারের (১ জুন) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হলেন মেহেদিবাগে ৪৭ বছর বয়সী এক পুরুষ, হালিশহর ২১ ও ৩৫ বছর বয়সী দুই নারী, উত্তর হালিশহরে ৬০ বছর বয়সী এক পুরুষ, হালিশহরে ধোপার দিঘির পাড়ে ৫৫ বছর বয়সী এক মহিলা, হাালিশহর মাদারবাড়িতে ৫৮ বছর বয়সী এক পুরুষ, হালিশহরে ৫৮ ও ৭২ বছর বয়সী দুজন পুরুষ এবং ৩৫ ও ৫৩ বছরের দুই মহিলা, নিউ হালিশহর এল ব্লকে ৬৪ বছর বয়সী এক পুরুষ, পাথরঘাটায় ৪০, ৪৭, ৬৫ ও ৮৬ বছর বয়সী চারজন পুরুষ, পাথরঘাটা সতীশ বাবু লেইনে একই পরিবারের ৭০ বছর বয়সী এক পুরুষ এবং ৫৮ বছর বয়সী এক মহিলা এবং বাকলিয়ায় ৬৫ বছর বয়সী এক পুরুষ।

করোনাভাইরাসের জীবাণু মিলেছে নাসিরাবাদে ৫৬ বছর বয়সী এক পুরুষ ও ৬৫ বছর বয়সী এক মহিলা, খুলশীতে ২৮ বছর বয়সী এক পুরুষ ও ৩৫ বছরের এক মহিলা, হামজারবাগে ৩০ বছর বয়সী এক পুরুষ এবং ৫০ ও ৬৩ বছরের দুই মহিলা এবং ফিরোজ শাহ হাউজিং সোসাইটিতে একই পরিবারের ৬২ বয়সী এক মহিলা ও ৭২ পুরুষের শরীরে।

করোনায় আরও আক্রান্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টারে ৫৩ বছর বয়সী এক পুরুষ, আসকারদিঘিতে একই পরিবারের ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ১০ বছরের এক কিশোরী, হাজারী লেইনে ৫২ বছর বয়সী এক পুরুষ, আন্দরকিল্লা ৬০ বছর বয়সী এক পুরুষ ও ২৩ বছরের তরুণী, আন্দরকিল্লার রহমতগঞ্জে ৫৬ বছর বয়সী এক পুরুষ, জিইসি গরিবউল্লাহ শাহ আবাসিক এলাকায় ২৯ বছর বয়সী এক নারী, চট্টেশ্বরী রোড এলাকায় ২৪ ও ৩৯ বছর বয়সী দুজন পুরুষ, রাহাত্তারপুলে একই পরিবারের ১৮ বছর বয়সী তরুণ ও ৪০ বছর বয়সী এক নারী, বায়েজিদে ৩২ বছর বয়সী পুরুষ ও ৭০ বছর বয়সী মহিলা, দেওয়ানহাট মিস্ত্রিপাড়ায় ৪৫ বছর বয়সী এক পুরুষ, চান্দগাঁওয়ে ৩৩ বছর বয়সী এক নারী ও ২৮ বছর বয়সী এক পুরুষ, ঘাটফরহাদবেগে ৭৬ বছর বয়সী এক মহিলা এবং আকমল আলী রোডে ৩৫ বছর বয়সী এক নারী।

ল্যাব পরীক্ষায় করোনার জীবাণু মিলেছে পাঁচলাইশে ৬৫ ও ৩০ বছর বয়সী তিন মহিলা, ৩১ পুরুষ, পাঁচলাইশ আনসার ক্যাম্পে ৩৬ ও অজ্ঞাতবয়সী দুজন পুরুষ, পাঁচলাইশ থানায় ৫৫ বছর বয়সী এক মহিলা, চমেক সিনিয়র স্টাফ নার্স ২৫ বছর বয়সী এক নারী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক মহিলা, দামপাড়া এমএম আলী রোডে ৪২ বছর বয়সী এক নারী, ২ নম্বর গেইট মেয়র গলিতে ৪৭ বছর বয়সী এক পুরুষ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ৪৩ বছর বয়সী এক পুরুষ, নন্দনকাননে ৪৪ বছর বয়সী এক পুরুষ, বলুয়ারদিঘির পাড়ে ৫৪ বছর বয়সী এক পুরুষ, বহদ্দারহাটে ৬২ বছর বয়সী এক পুরুষ, কল্পলোক আবাসিক এলাকায় ৫৭ বছর বয়সী এক মহিলা, খোয়াজনগরে ৪০ বছর বয়সী এক পুরুষ, কর্ণফুলী শিকলবাহায় ৪০ বছর বয়সী এক পুরুষ এবং কর্ণফুলী এলাকায় ৩২ বছর বয়সী এক পুরুষের দেওয়া নমুনায়।

এছাড়া নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হলেন বন্দরের ২৮ বছর বয়সী এক পুরুষ, বন্দর পোর্ট কলোনিতে ৩১ ও ৫২ বছর বয়সী দুই পুরুষ এবং ৪৭ বছর বয়সী এক নারী, বন্দর নিমতলায় ৪১ ও ৫৩ বছর বয়সী দুজন পুরুষ, বন্দর ইস্ট কলোনি জি ব্লকে ৪৯ বছর বয়সী এক পুরুষ, বন্দর মুন্সিপাড়ায় ৪৯ বছর বয়সী এক পুরুষ, সল্টগোলা ক্রসিংয়ে ২৬ ও ২৭ বছর বয়সী দুজন পুরুষ, নিউমুরিংয়ে ৩১ বছর বয়সী এক পুরুষ, ডবলমুরিং মতিয়ারপোলে ৬৬ বছর বয়সী এক মহিলা, ডবলমুরিং বাদামতলীতে ৫০ বছর বয়সী এক পুরুষ, ডবলমুরিং বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৫ বছর বয়সী এক পুরুষ, ডবলমুরিং সিডিএ কলোনিতে ২৭ বছর বয়সী এক পুরুষ, মাঝিরঘাটে ৩৬ ও ৭৫ বছর বয়সী দুজন পুরুষ এবং কোতোয়ালী আশরাফ আলী রোডে ৪২ বছর বয়সী এক পুরুষ।

নতুন করে শনাক্ত ২০৮ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৭৮ জন। এছাড়া নতুন ৩ জনসহ এ পর্যন্ত ২২৭ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন ।