আল্লামা নঈমী(রহঃ)-এর স্মরণে আনোয়ারায় সভা অনুষ্ঠিত

আল্লামা নঈমী(রহঃ)-এর স্মরণে আনোয়ারায় সভা অনুষ্ঠিত
আল্লামা নঈমী(রহঃ)-এর স্মরণে আনোয়ারায় সভা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি ।।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের শাইয়ার পুকুর জামে মসজিদে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ওবাইদুল হক নঈমী(রহ.)র স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পশ্চিম গুজরা মুনিরিয়া দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে শাইয়ার পুকুর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মওলানা আলী আহমেদের সঞ্চালনায় চাপাতলী ও ছিরাবটতলী গ্রামের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় অতিথিরা মরহুমের জীবনীর ওপর স্মৃতিচারণ করেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন চুন্নাপাড়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামাল হোসেন, রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ সোলাইমান, শিক্ষক মওলানা মুহাম্মদ ছাবের আহমেদ, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমাজ সেবক নুরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, হাজী আবুল বশর, ছিরাবটতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ জুনু, চাপাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, কাজী আমির আহমেদ ও আইয়ুব আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুফতি ওবায়দুল হক নঈমী সারাজীবন শিক্ষকতার মধ্য দিয়ে কোরআন ও রাসুল(সঃ)-এর সুন্নাহর আলোকে হাজার হাজার আলেম তৈরির পাশাপাশি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াত, আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, গাউসিয়া কমিটিসহ নানা দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে তরিকতের খেদমত করে গেছেন। তাঁর পুরো জীবন ইসলামের খেদমতে দ্বীনি শিক্ষার প্রসারে নিজেকে উৎসর্গ করেছেন।

তার আগে দুপুর ২টায় খতমে কোরআন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এর পর মোজমায়ে সালাতে রাসুল (সঃ), খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ শেষে মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এলাকার ধর্মপ্রাণ বিপুল সংখ্যক মানুষ।