'আল্লামা শফী' স্বেচ্ছায় মহাপরিচালকের পদ ছাড়লেন

'আল্লামা শফী' স্বেচ্ছায় মহাপরিচালকের পদ ছাড়লেন
'আল্লামা শফী' স্বেচ্ছায় মহাপরিচালকের পদ ছাড়লেন

হাটহাজারী প্রতিনিধি।।

আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা কার্যালয়ে রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা মজলিসের শুরা কমিটির বৈঠকে আহমদ শফী তার এ সিদ্ধান্তের কথা জানান।

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে আল্লামা সালাউদ্দীন নানুপুরী, মাওলানা নোমান ফয়েজি, মাওলানা সোহায়েদ নোমানী, মহিবুল্লা বাবুনগরী, মুফতী নুর আহম্মদ, মাওলানা দিদার, মাওলানা কবির আহম্মদ ও মাওলানা ফোরহান উপস্থিত ছিলেন।

বৈঠকের সিন্ধান্ত অনুসারে আহমদ শফীকে মাদ্রাসার কর্তৃপক্ষের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। অপরদিকে মাদ্রাসার এক শিক্ষক মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারিকে সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আল্লামা শাহ আহমদ শফী মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি নিলেও পরবর্তী মহাপরিচালক নিয়োগের ব্যাপারে কোনো সিন্ধান্ত বৈঠকে হয়নি।

বৈঠক শেষে শুরা কমিটির সদস্য মাওলানা সালাউদ্দীন নানুপুরী এসব সিদ্ধান্তের কথা মাইকে পাঠ করে শুনান।

এর আগে আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় একইদিন সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।