ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রাই’ অনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সীতাকুণ্ডের ভাটিয়ারীতে

ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রাই’ অনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সীতাকুণ্ডের ভাটিয়ারীতে

ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রাই’ অনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে । বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, বিশ্বের সাথে তাল মিলিয়ে ইংরেজী ভাষার গুরুত্ব এবং বহিবিশ্বে দেশের শিক্ষার্থীদের দক্ষ কর্মসংস্থানে অবদান রাখতে শনিবার উপজেলার ভাটিয়ারীতে শুরু করে ট্রাই এর যাত্রা।

বিশিষ্ট শিক্ষানুরাগী আ ফ ম মিজানুর রহমান এর পরিচালনায় উক্ত ইংরেজি কোসিং সেন্টার উদ্বোধন করেন বিজয় স্নরণী কলেজের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, বাংলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের ইংরেজির উপর দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বিশ্বে ইংরেজির কোন বিকল্প নেই। সামনের দিনগুলো হবে অনেক কঠিন, কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে অবশ্যই ইংলিশের উপর জ্ঞান অর্জন করতে হবে।

ট্রাই এর পরিচালক আ ফ ম মিজানুর রহমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন,সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, শিক্ষক বশির আহম্মদ, ইউপি সদস্য কামাল উদ্দিন প্রমূখ।