ঈদে চট্টগ্রামে বন্ধ থাকছে সকল মার্কেট!, ব্যবসায়ীদের সাহসী উদ্যোগ

ঈদে চট্টগ্রামে বন্ধ থাকছে সকল মার্কেট!, ব্যবসায়ীদের সাহসী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক।।

১০ মে থেকে ঈদকে সামনে রেখে সরকার বিভিন্ন মার্কেট, শপিং মল খোলার সরকারি নির্দেশনা দিলেও করোনা পরিস্থিতি ভয়াবহতার কথা চিন্তা করে চট্টগ্রামের ব্যবসায়ীরা এবারের ঈদে কোন মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে সভা করে সিদ্ধান্তের কথা জানাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে খুলশি কণকর্ড টাউন সেন্টার বন্ধ রাখার ঘোষণার পর আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রামের বেশ কয়েকটি অভিজাত শপিং মলের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেয়।

ব্যবসায়ীদের সিদ্ধান্তে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মিমি সুপার মার্কেট, কল্লোল সুপার, ফিনলে স্কয়ার, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, স্যানমান ওয়াসান সিটি, আফমি প্লাজা, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, আক্তারুজ্জামান, সিংগাপুর ব্যাংকক, লাকী প্লাজা আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে আজ শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেটও (বিপনী বিতান) বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায় ।

নিউ মার্কেট ব্যবসায়ী নেতা শারুদ নিজাম জানান, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী নিউমার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মার্কেটের ব্যাবসায়ী সংগঠনের কমিটি কার্যকর না থাকায় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ মার্কেটের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের অনুমতি থাকলেও পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ মে নিউমার্কেট খুলবে না বলে জানান শারুদ নিজাম।

আগামীকাল শনিবার (১১ মে) নগরীর আগ্রাবাদস্থ আখতারুজ্জামান সেন্টার, ইউনেস্কো সিটি সেন্টার, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট ও লাকি প্লাজার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সবাই মার্কেট বন্ধ রাখার পক্ষে মত জানাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্যানমার সিটি শপিং মল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা অনেক কঠিন। এসব নির্দেশনা মেনে দোকান খোলা হলেও করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা দোকানে আসবেন। তাদের কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে অন্যরাও ঝুঁকিতে পড়বেন। তাই আমরা অল্প সময়ের জন্য শপিং মল না খোলার পক্ষে মত দিয়েছি।’

মিমি সুপার মার্কেটের সভাপতি মো. জাকির হোসেন বলেন, মার্কেট খোলা রাখা হবে কিনা তা জানতে শুক্রবার দুপুরে মার্কেট চত্বরে ব্যবসায়ীদের নিয়ে এক সভা ডাকা হয়। সেখানে সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় আগামী ৩১ তারিখ পর্যন্ত মিমি সুপার মার্কেট বন্ধ রাখা হবে। মূলত করোনা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আফমি প্লাজার সহকারী ম্যানেজার ফাইফুল বলেন, সরকার আগামী ১০ মে থেকে দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, করোনা পরিস্থিতি মোকাবিলায় ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ৩১ মে পর্যন্ত আফমি প্লাজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফিনলে স্কয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদ ইফতেখার বলেন, ‘শপিং মল খোলার নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। বৈঠকে অধিকাংশ ব্যবসায়ী নেতা ঈদ উপলক্ষে স্বল্প সময়ের জন্য মার্কেট না খোলার পক্ষে মত দিয়েছেন। সূত্র -পাঠক নিউজ।