উচ্চ আদালতের নির্দেশ মানা হচ্ছে না জাহাজভাঙা শিল্পে

উচ্চ আদালতের নির্দেশ মানা হচ্ছে না জাহাজভাঙা শিল্পে
উচ্চ আদালতের নির্দেশ মানা হচ্ছে না জাহাজভাঙা শিল্পে

পোস্টকার্ড প্রতিবেদক ।।

দেশের জাহাজভাঙা শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ। এ শিল্পে উচ্চ আদালতের নির্দেশ মানা হচ্ছে না।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের উদ্যোগে 'জাহাজভাঙ্গা শিল্পে শোভন কাজ : পক্ষসমূহের করণীয়' বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। রোববার ঢাকার ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জাহাজভাঙা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকার কারণে জাহাজভাঙা শিল্পে নিয়মিত দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু হচ্ছে। অসহায় হচ্ছে তাদের পরিবার।

এ ছাড়া জাহাজভাঙা শিল্প শ্রমিকদের নিয়োগ এবং পরিচয়পত্র প্রদান করা, শ্রম আইন সংশোধন করে ট্রেড ইউনিয়ন করার অধিকার কার্যকর করা, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কর্তৃক নিয়মিত ইয়ার্ড পরিদর্শন করার দাবি জানান।

বিলস উপদেষ্টা পরিষদ সদস্য শাহ মোহা. আবু জাফরের সভাপতিত্বে এবং বিলস সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়। আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আখতার, শ্রম অধিদফতরের উপপরিচালক হাফিজ আহমেদ মজুমদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর চট্টগ্রামের উপপরিদর্শক মো. আল আমিন, বাংলাদেশ মেটাল ফেডারেশনের সভাপতি এএম নাজিম উদ্দিনসহ প্রমুখ।