একদিনে দেশে করোনায় রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩

একদিনে দেশে করোনায় রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, পোস্টকার্ডবিডি.কম।।

রেকর্ড সংখ্যক করোনা রোগী গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮৬ জনে দাঁড়িয়েছে। প্রতিদিনই বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৯০ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৬ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৬ হাজার ২৪১টি নমুনা। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। দু'জনের বয়স ষাটোর্ধ্ব, একজনের ৪১-৫০ বছরের মধ্যে। এদের মধ্যে দুইজন ঢাকার মধ্যে ও অপরজন বাইরের।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৭৯৪ জন। ছাড় পেয়েছে ৮৪ জন এবং এ পর্যন্ত ১ হাজার ৩২৭ জন ছাড় পেয়েছে।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র: 

  • মোট আক্রান্ত: ১১ হাজার ৬৪৬ জন।
  • মারা গেছেন: ১৮৬ জন।
  • মোট সুস্থ: ১,৭৬১ জন। 
  • মোট নমুনা পরীক্ষা: ৯৯,৬৪৬টি। 

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৭ লাখ ৪০ হাজার ৫৯১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ৫১২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৫৮ হাজার ৪৮১ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৭২ হাজার ২৭৫ জন।
  • যুক্তরাজ্য: ২৯ হাজার ৪২৭ জন।
  • ইতালি: ২৯ হাজার ৩১৫ জন।
  • স্পেন: ২৫ হাজার ৬১৩ জন।
  • ফ্রান্স: ২৫ হাজার ৫৩১ জন।
  • বেলজিয়াম: ৮ হাজার ১৬ জন।
  • ব্রাজিল: ৭ হাজার ৯৫৮ জন।
  • জার্মানি: ৬ হাজার ৯৯৩ জন।
  • ইরান: ৬ হাজার ৩৪০ জন।
  • নেদারল্যান্ডস: ৫ হাজার ১৬৮ জন।