একাধিক নারী এসেছে সৃজিতের জীবনে, এবার মিথিলা!

একাধিক নারী এসেছে সৃজিতের জীবনে, এবার  মিথিলা!
একাধিক নারী এসেছে সৃজিতের জীবনে , এবার মিথিলা !

পোস্টকার্ড (বিনোদন ) প্রতিবেদক ।।   

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে হয়ে গেলো জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির। এর মধ্যে আজ (শনিবার) মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাচ্ছেন নব এই দম্পতি।

তবে সৃজিত-মিথিলার এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে দুজনই আলাদা নারী-পুরুষকে বিয়ে করেছিলেন। বিয়ের পাশাপাশি দুজনের একাধিক সম্পর্কে জড়ানোর বহু গসিপও শোনা গেছে গণমাধ্যম-সোশ্যাল মিডিয়ায়। সেগুলো নিয়ে আগে বহু আলোচনা-সমালোচনাও হয়েছে।

মিথিলার স্বামী সৃজিত মুখার্জি ২০১৩ সালে ‘মিশর রহস্য’ ও ২০১৪ সালে ‘জাতিস্মর’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেছিলেন টালিউডের সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ওইসময় সিনেমা নির্মাণ করতে গিয়ে স্বস্তিকার প্রেমে পড়েন সৃজিত। তবে সেই প্রেম বেশিদিন টেকেনি।

এরপর ২০১৫ সালে সৃজিত নির্মাণ করেন ‘রাজকাহিনী’ সিনেমা। যেখানে প্রথমবার অভিনয় করেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওইসময় হঠাৎ করে গুঞ্জন ওঠে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন জয়া। যদিও এমন গুঞ্জন নাকচ করে দেন জয়া। বলেছিলেন, পরিচালক হওয়ার সুবাদে বেশ ভালো বন্ধুত্ব দুজনের।

এদিকে ২০১৯-এর শুরুতে ফের গুঞ্জন ওঠে ভারতের সংগীতশিল্পী মধুবন্তী বাগচীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সৃজিতের। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এ প্রেমের খবরও প্রকাশ করে। পরবর্তীতে বিষয়টি অস্বীকার করে মধুবন্তী বাগচী বলেন, তাদের মধ্যে কিছুই নেই। গুঞ্জন রটাবেন না।

এরপর সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেন কলকাতার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। চলতি বছরের মাঝামাঝি সময় শোনা যায়- তার সঙ্গেও এই পরিচালকের প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও পরবর্তীতে সেই গুঞ্জন সেখানেই থেমে যায়।

অবশ্য গতবছরের শেষের দিকে ‘হ্যাশট্যাগ মিটু’ অন্দোলনে সরগরম ছিল গোটা বলিউড। এসময় অভিযুক্ত হয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। শর্মিষ্ঠা সাহা নামে এক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেন।

অন্যদিকে সৃজিতের বিরুদ্ধে অভিযোগ তোলেন মডেল-অভিনেত্রী র‌্যাচেল হোয়াইটও। নিজের খারাপ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সৃজিতের সঙ্গে তিনবার দেখা হয়েছিল। প্রত্যেকবারই সৃজিতের প্রথম প্রশ্ন ছিল ‘আর ইউ সিঙ্গেল?’ এছাড়া আরও বেশ কিছু অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। তবে র‌্যাচেলের অভিযোগ সেসময় উড়িয়ে দিয়েছেন সৃজিত।

তবে শেষে বেশ আলোচনা হয় সৃজিতকে নিয়ে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের কথা। অনেকদূর এগিয়েছিল সেই সম্পর্কটি। পরে অবশ্য নায়িকার বিয়ের পর সব থেমে যায়।

সৃজিত ক্যারিয়ারে ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর র’হস্য’, ‘জাতিস্ম’র’, ‘চতুষ্কোণ’, ‘নির্বাক’, ‘রাজকাহিনি’-এর মতো চলচ্চিত্র উপহার দেন।