ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশকে হারিয়ে ভারতের রেকর্ড

ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশকে হারিয়ে ভারতের রেকর্ড

ক্রীড়া ডেস্ক ।।

কলকাতা শহর গোলাপি উৎসবে রাঙানো । বাংলাদেশ ভারতের ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টেও লজ্জার হার বরণ করেছে টাইগাররা। আর এতে আরও যোগ হয়েছে ভারতের রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে সফরকারী বাংলাদেশ থেমেছে ১৯৫ রানে। তাতে দ্বিতীয় ও শেষ টেস্ট এক ইনিংস ও ৪৬ রানে জিতেছে ভারত। দুই টেস্টই তৃতীয় দিনে ইনিংস ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ব্যবধানে হেরে ইতিহাস গড়েছে ভারত। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চার ম্যাচ ইনিংস ব্যবধানে জিতল কোহলিরা।

এছাড়া এ জয়ে টানা সাতটি টেস্ট জিতল ভারত। যা তাদের ইতিহাসে এই প্রথম। আবার ঘরের মাঠে এই প্রথমবারের মতো স্পিনারদের উইকেট নেওয়া ছাড়াই টেস্ট জিতল ভারত। এ ম্যাচে বাংলাদেশের ২০টি উইকেটই নিয়েছেন ভারতের পেসাররা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট উমেশ যাদবের। ৪ উইকেট ইশান্ত শর্মার।