দিল্লি থেকে সরানোর আহ্বান বাংলাদেশ-ভারত ম্যাচ

দিল্লি থেকে সরানোর আহ্বান বাংলাদেশ-ভারত ম্যাচ
দিল্লি থেকে সরানোর আহ্বান বাংলাদেশ-ভারত ম্যাচ, ফাইল ছবি

ক্রিকেটাঙ্গনকে অগ্নিগর্ভ রেখেই ভারতে যাত্রা করেছে টিম টাইগার। ভিন্ন কারণে দলে নেই দুই মহাতারকা সাকিব আল হাসান আর তামিম ইকবাল। ৩ নভেম্বর রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামার কথা বিরাট কোহালির দলের। কিন্তু সেই ম্যাচের পরিপ্রেক্ষিতে বার বার উঠে আসছে নয়াদিল্লির বায়ুদূষণের প্রসঙ্গ। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবেশবাদীরা দিল্লি থেকে ম্যাচ সরানোর দাবিও জানিয়েছেন।

শুধু পরিবেশবাদীরাই নন, ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর বলেছেন, 'নয়াদিল্লিতে ক্রিকেট বা অন্য কোনঁ ম্যাচ আয়োজনের চেয়ে বায়ুদূষণ অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে যারা বসবাস করেন, তারা ক্রিকেট ম্যাচের চেয়ে দূষণের মাত্রা নিয়ে বেশি উদ্বিগ্ন। আর এটা শুধু অ্যাথল্যাটদের ক্ষেত্রেই প্রযোজ্য, এমন নয়। নয়াদিল্লির সাধারণ মানুষের ক্ষেত্রেও দূষণ চিন্তার ব্যাপার। এখানে ম্যাচ হওয়া বা না-হওয়া অত্যন্ত ছোট ব্যাপার।'

তিনি আরও বলেন, 'পুরো রাজধানীই কিন্তু দূষণের ফলে ভুগছে। শিশু থেকে শুরু করে বয়স্করা, সকলেই এর শিকার। তাই দৃষণ কমানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। জেনেছি, আগের চেয়ে দূষণ  কমেছে। এর জন্য কৃতিত্ব দিতে হবে এখানকার মানুষকে। কিন্তু দিল্লিবাসীদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তাই ম্যাচ হলো কি হল না, তা নিয়ে একেবারেই চিন্তিত নই। আশা করি, ম্যাচটা হবে। আর তা হওয়াই উচিত। কিন্তু দিল্লির মানুষ সারা বছরই এই সমস্যার মোকাবিলা করে। ম্যাচ আয়োজনের চেয়ে দূষণ অনেক বড় সমস্যা।'

এদিকে ৩ তারিখের টি-টোয়েন্টি ম্যাচটি সরানোর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে অনুরোধ করেছেন পরিবেশবিদরা। তারা বলেছেন, দিল্লিতে দূষিত আবহাওয়ায় ৩-৪ ঘণ্টা খেললে ক্রিকেটারদেরই ক্ষতি হবে। ম্যাচের ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে কি বিসিসিআইয়ের সতর্ক হওয়া উচিত- এমন প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, 'সম্ভবত হ্যাঁ। যে আবহাওয়া সবার পক্ষেই উপযুক্ত, সেখানেই খেলা উচিত। সবার মধ্যে ক্রিকেটাররাও পড়ছে। দূষণের মাত্রা যদি সত্যিই বেশি হয়, তখন বিকল্প ভেন্যুর কথা ভাবা যায়।'