ওয়াজী মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ইসলাম ধর্মের নানা তথ্যকে বিকৃতির অভিযোগ

ওয়াজী মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ইসলাম ধর্মের নানা তথ্যকে বিকৃতির অভিযোগ
ওয়াজী মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ইসলাম ধর্মের নানা তথ্যকে বিকৃতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ।।

মিজানুর রহমান আজহারীর দেশের বিভিন্ন অঞ্চলে দেয়া বক্তব্যকে অশোভন, অশ্লীল ও ইসলাম ধর্মের নানা তথ্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে বিচার দাবি করে ইসলামপন্থীরা।
আজহারীর বিরুদ্ধে যত অভিযোগ: (অভিযোগকারীদের ইসলামী পরিভাষাগত শব্দ চয়ন ব্যবহার করা হলো)
১। আল্লাহর শানে তিনি- আবে হালা শব্দ ব্যবহার করে কুফরী করেছেন।
২। বিশ্ব নবী (সা.) এর শানে সিক্স প্যাক ব্যবহার করে নবী (সা.) দৈহিক গঠন মোবারকের শানেও (কুফরি) করেছেন।
৩। ওয়াজী মি. মিজান রাসুল (সা.)-এর মাক্কা-মাাদানী জীবনের ইসলামের দাওয়াতকে নিকৃষ্ট নষ্টামির খেলা-ক্রিকেট ম্যাচের সাথে তুলনা করেছে (নাউযুবিল্লাহ)।
৪। ওয়াজী মি. মিজান রাসুল (সা.)-কে অশিক্ষিত বলে গালি দিয়েছেন… (নাউযুবিল্লাহ)।
৫। আম্মাজান খাদিজাতুল কুবরা (রা.) শানে চরম বিয়াদবি শব্দ উচ্চারণ করেছেন। মিথ্যা অপবাদ দিয়েছেন যে, ‘তিনি পুর্বে তালাক খাইছেন’ (নাউযুবিল্লাহ)। অথচ সঠিক তথ্য হলো, খাদিজা (রা.)-এর পূর্বের ২ জন স্বামীই ইন্তেকাল করেছেন। তাই তিনি বিধবা ছিলেন।
৬। তিনি মিথ্যা হাদিস প্রচার করে- খলিফা উমর (রা.)-এর ছেলে আবু শহমাকে নিয়ে কটূক্তি করেছেন যে, তিনি মাতাল হয়ে বাবাকে আব্বে হালা বলেছেন। (নাউযুবিল্লা)।

৭। কয়েকদিন আগে হজরত আলী (রা.)-কে মাতাল মদখোর বলে অপবাদ দিয়েছে। নাউযুবিল্লা।
৮। উনি মাহফিলে তাফসির করার নামে “সিনেমার গান গায়- ‘আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়’। আবার এই গান গাওয়ার পর বলে (সুবহানাল্লাহ) কন। নাউযুবিল্লাহ।
৯। সর্বোচ্চ আদালতের রায়ে দণ্ডিত রাজাকার সাঈদীকে মিথ্যা মামলার আসামী বলে প্রকারান্তরে দেশের আইনকে চরম অবজ্ঞা করে যাচ্ছেন।

সর্বোপরি দেশের মানুষের মধ্যে বিদ্বেষের আগুন জ্বালিয়ে সমাজকে অস্থির করে তুলছে। এক্ষুণি তাকে আইনের আওতায় না আনলে দেশবিরোধী অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে বলে অশংকা প্রকাশ করেছেন ইসলামপন্থী অভিযোগকারীগণ। আবার অনেকে এটাকে প্রতিদ্বন্দ্বি পক্ষের ওয়াজের মাঠ থেকে বিতাড়িত করা পায়তারা বলে মনে করছেন।