কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু

কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু
কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু

নিউজ ডেস্ক ।।

সঙ্গীত বিদ্যালয় অদিতির ঊনবিংশ বর্ষপূর্তিতে নগরীর কাট্টলীতে বর্ণিল বসন্ত উৎসবের আয়োজন করেছে । উৎসবে রঙিন সাজে, নাচ-গানে মাতিয়ে রাখেন অদিতির শিক্ষার্থী ও শিল্পীরা। উৎসব উপলক্ষে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।

উত্তর কাট্টলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরেণ্য অভিনয় শিল্পী ও মহিলা সাংসদ সুবর্ণা মোস্তফা অতিথিদের সাথে উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেছেন, ধর্মকে পুঁজি করে আজ সারা পৃথিবীতে নানা ধরনের সহিংসতা দেখা দিচ্ছে। এসব অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। সেই তুলনায় আমাদের দেশে এসব ঘটনা খুবই কম। এটার পেছনে আমাদের শিল্প ও সংস্কৃতির প্রভাব রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তিনদিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।

সুবর্ণা মোস্তফা বলেন, পৃথিবীর অনেক দেশ রয়েছে, যার প্রচুর সম্পদ রয়েছে। কিন্তু তাদের কোনো সাংস্কৃতিক ঐতিহ্য নেই। সেই তুলনায় বাংলাদেশ এমন একটি দেশ যার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এসব ঐতিহ্য আমাদের আগলে রাখছে। যেকোনো সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে শক্তি ও সামর্থ্য যোগাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, বাংলাদেশই একমাত্র ষড়ঋতুর দেশ। আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে ছয়টি ঋতু রয়েছে। এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি। একটা নির্দিষ্ট সময় পর পর এসব ঋতু আসে। তেমনি এখন আমাদের মাঝে এসেছে বসন্ত। এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। আমাদের দেশে রয়েছে। এজন্য আমরা পৃথিবীর সবচাইতে ভালো জায়গায় বসবাস করছি বলে মন্তব্য করেন তিনি। আজাদী সম্পাদক বলেছেন, বসন্ত উৎসব হচ্ছে সর্বজনীন উৎসব। বসন্ত এলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই উৎসবে মেতে থাকি। সকলেই মিলে আমরা একসাথে অনুষ্ঠান করে থাকি। এজন্য আমরা অসাম্প্রদায়িক। তিনি বলেছেন, আমরা বাঙালি পরিচয় দিয়ে গর্ববোধ করি, আর এ বাঙালি নিয়েই আমরা থাকব। আমরা সাম্প্রদায়িকতা চাই না। আমরা সবসময়ই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব।

অনুষ্ঠানে মহিলা কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে বাচিক শিল্পী প্রবীর পাল ও তাসলিমা আক্তার বৃষ্টির যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আর্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা ও উপাধ্যক্ষ ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী, কাট্টলী বইমেলার আহবায়ক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব ডা. কিশোর আচার্য্য, শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক এডভোকেট মিনহাজ উদ্দিন রাসেল, সমন্বয়ক জুয়েল শীল, ধন্যবাদ জ্ঞাপন করেন অদিতি’র প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়।

উৎসবে তিন বরেণ্য ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। উদ্বোধনের পর অদিতি’র শিল্পীদের দলীয় পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে নৃত্য নিকেতনসহ বিভিন্ন সংগঠন দলীয় পরিবেশনা করেন। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করে রত্না দত্ত দে। আয়োজকেরা জানান, আজ বুধবার দ্বিতীয় দিনে উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আলোচক থাকবেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। আগামীকাল তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। বসন্ত উৎসবে থাকছে দলীয় সঙ্গীত, নৃত্য আবৃত্তি, গুণীজন সম্মাননা, সনদপত্র বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, যন্ত্র সংগীত, জাদু, নাটক, মঙ্গল শোভাযাত্রা, লাইভ আর্ট সহ বিভিন্ন আয়োজন।

প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে। উত্তর কাট্টলীতে সঙ্গীত বিদ্যালয় অদিতি’র উনবিংশ বর্ষপূর্তিতে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।