কোথাও থেকে কেউ আসলে করোনা সন্দেহে হেয় এবং গুজব ছড়াবেন না-ডা: নুর উদ্দিন রাশেদ

কোথাও থেকে কেউ আসলে করোনা সন্দেহে হেয় এবং গুজব ছড়াবেন না-ডা: নুর উদ্দিন রাশেদ

সীতাকুন্ড প্রতিনিধিঃ

সারাবিশ্বে সব শ্রেণী পেশার মানুষের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে করোনা ভাইরাস নিয়ে। এই ভয়ংকর ভাইরাস দেশের ছোট-বড়, যুবক-যুবতী, মধ্যবয়সী, বয়স্ক, বৃদ্ধরাও করোনার ভয় থেকে মুক্ত নয়।

কিন্তুু মরণঘাতী এ করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে রুপ নিলেও আতংকিত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুর উদ্দিন রাশেদ।

তিনি আরো বলেন, আমি সবাইকে প্রতিনিয়ত অনুরোধ করছি অাপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন,বারবার হাত ধৌত করুন, কোন প্রয়োজনে যদিও বের হোন মুখে মাস্ক দিন।

কেউ আতংকিত হবেন না। আপনাদের সচেতনতাই সুস্থতা। আমি বারবার নির্দেশনা প্রদান করতেছি কেউ যাতে ঘর থেকে বের না হোন। আর কেউ কোন ধরনের গুজব ছড়াবেন না। এটি আইনত অপরাধ বলে তিনি জানান। করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত নিরলস কাজ করে চলেছেন ডাক্তাররা।

এছাড়া করােনার এই দুর্যোগে সরকারী ভাবে বিভিন্ন সচেতনতামুলক প্রচারনা চালিয়ে যাচ্ছেন জেলা-উপজেলা,মেয়র প্রশাসক, চেয়ারম্যান,মেম্বারসহ বিভিন্ন স্থরের জনপ্রতিনিধিরা।

এমন পরিস্থিতিতে বিরাজমান থাকায় এ দুর্যোগে সরকারী ত্রানের পাশাপাশি শিল্প মালিক, বড় বড় শিল্প কোম্পানী, সমাজের বিভিন্ন স্তরের বিত্তশালিরা এগিয়ে আসছেন গরীব-অসহায় মানুষদের জন্য ত্রান সামগ্রী বা অনুদান নিয়ে।

দেশের সংকটমহয় মুহুর্তে বিত্তশালিরা এভাবে এগিয়ে আসলে সমাজের গরীব,খেটে খাওয়া, নিন্ম শ্রেণীর মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন সচেতন মহল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুর উদ্দীন রাশেদ জনসাধারনকে সচেতন এবং সতর্ক করার লক্ষে বিভিন্ন সময় স্ট্যাটাস বা পরামর্শ দেন, সাম্প্রতিক তিনি করোনা সন্দেহে কাউকে হেয় বা একে অপরকে অপমান ও গুজব না ছড়ানোর জন্য একটি স্ট্যাটাস দিয়েছেন…..

ডা: নুর উদ্দিন রাশেদের সেই স্ট্যাটাসটি হুবহু নিন্মে তুলে ধরা হলোঃ
“আমরা বাহিরে আছি আপনারা ঘরে থাকুন”
প্রিয় সীতাকুণ্ড বাসী নারায়ণগঞ্জ থেকে আগত কাউকে করোনা সন্দেহে হেয় করবেন না।কোনধরনের গুজব ছড়ানো আইনত অপরাধ। প্রতিবেশী হিসেবে আপনার উচিত তাকে বোঝানো ১৪দিন হোম কোয়ারেনটাইনে থাকতে। যদি কেউ অমান্য করে প্রশাসন কে জানান।সকলেই এখন ঘরে থাকুন ঘরে থাকুন এই অনুরোধ মেনে চলুন এবং খুব বেশী প্রয়োজনে বাইরে গেলে সামাজিক দুরত্ব মেনে চলুন। যতটুকু পারা যায় ঘরে বসেই চিকিৎসা সেবা গ্রহন করুন।

জরুরীঃ ০১৭৩০ ৩২ ৪৪ ৫৬
ডাঃসমরজিৎ -০১৭৫৬০৮১৪১৮
ডাঃসালাউদ্দিন-০১৭২৩৯৭৮১২৩
ডাঃপ্রীতম চক্রবর্তী-০১৭৭৩৩৫৭৩৫৭

ডাঃমোঃনুর উদ্দিন রাশেদ (০১৮১৯০০২২৪৩)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
সীতাকুণ্ড চট্টগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স