সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালি ,সভা ও পুরস্কার বিতরণ

সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালি ,সভা ও পুরস্কার বিতরণ
সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালি ,সভা ও পুরস্কার বিতরণ

আজ ২৬ শে অক্টোবর শনিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড মডেল থানা চত্বর হতে " পুলিশ জনতা, জনতাই পুলিশ, পুলিশের সঙ্গে কাজ করি মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি " এই শ্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এই র‌্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয় এবং সাড়ে ১০টা থানা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার মাধ্যমে সভা শেষ হয়।

সীতাকুণ্ড কমিউনিটি পুলিশিং ও মডেল থানা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত এসপি শম্পা রাণী সাহা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মু্ক্তিযোদ্ধা বদিউল আলম, সভা সঞ্চালনা করেন এস আই মো. হারুন , সভাপতিত্ব করেন পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ  ।

বক্তব্য রাখেন সীতাকুণ্ড মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, শওকত জাহাঙ্গীর, সালাউদ্দিন আজিজ, জাহেদুল ইসলাম নিজামী বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসেন, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, পুলিশ পরিদর্শক শামীম শেখ, সুমন বণিক, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক খায়রুল আজম প্রমুখ।

সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত এসপি শম্পা রানী সাহা।

উল্লেখ্য যে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস করা, জনগণের মধ্যে পুলিশভীতি ও অপরাধভীতি হ্রাস করা, পুলিশকে সহায়তার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ ও সাহসী করা, জনগণকে পুলিশি কার্যক্রম ও গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধ, মাদকদ্রব্য ইয়াবা বড়ি নিয়ন্ত্রণে সীমাবদ্ধতার বিষয়ে জানানোসহ বেশ কিছু লক্ষ্য নিয়ে বাস্তবতার নিরিখে বাংলাদেশ পুলিশের এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে চালু হয়। বর্তমান সরকার কর্তৃক চালুকৃত কমিউনিটি পুলিশিং ডে প্রতিবছর পালিত হয়ে থাকে।

সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত এসপি শম্পা রানী সাহা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।