কানাডা যেতে পারবে স্কুল শিক্ষার্থীরাও,আইইএলটিএস কিংবা ইংরেজি দক্ষতা প্রমাণের প্রয়োজন নেই

কানাডা যেতে পারবে স্কুল শিক্ষার্থীরাও,আইইএলটিএস কিংবা ইংরেজি দক্ষতা প্রমাণের প্রয়োজন নেই

পোস্টকার্ড শিক্ষাঙ্গন ডেস্ক ।।

যারা নিজের ক্যারিয়ার গড়ার জন্য উচ্চশিক্ষার্থে বিদেশ যেতে চান তাদের অধিকাংশই উদ্যোগ নেন এইচএসসি পাশ করার পর। কিছু কিছু দেশে এসএসসির পর যাওয়ার সুযোগ থাকলেও মূলত এইচএসসির পরই উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগটা বেশি। এজন্য অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় ইংরেজিতে দক্ষতা প্রমাণের কিন্তু এখন কানাডাতে যাওয়া যাবে ইংরেজিতে কোনোরকম দক্ষতার প্রমাণ ছাড়াই এবং এইচএসসির আগে। আর সেই শিক্ষার্থীর সাথে যেতে পারবেন তার মা-বাবাও। তাদেরও ইংরেজিতে কোনো রকমের দক্ষতা প্রমাণের প্রয়োজন পড়বে না। দেখাতে হবে না আইইএলটিএস কিংবা অন্য কোনো ইংরেজি পরীক্ষার সার্টিফিকেটও। তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ৮ থেকে ১৮ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী এ সুযোগ নিতে পারেন। এ ভিসার জন্য শিক্ষার্থী কিংবা অভিভাবকের কোনো সাক্ষাতকারেরও প্রয়োজন নেই। তাছাড়া শিক্ষার্থীর পড়াশোনা শেষে রয়েছে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ।

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এক্সপ্লোর দীর্ঘদিন ধরে অসংখ্য উচ্চশিক্ষার্থীকে পাঠিয়েছে কানাডা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে। এক্সপ্লোর-এর সিইও মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, “কানাডার এ ভিসাটি নিয়ে সেদেশে পড়াশোনার খরচ বাংলাদেশের বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলোর পড়াশোনার খরচের মতোই। তাছাড়া ভিসা এবং ভর্তি প্রক্রিয়া তুলনামূলক অনেক সহজ।”
তিনি জানান, কানাডার স্কুল ভিসার সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়ে থাকে ইমিগ্রেশন, রিফিউজিস এন্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)-এর ইমিগ্রেশন আইন অনুসরণ করে। আর আগামী সেমিস্টার শুরু হবে ২০২১ সালের জানুয়ারিতে।

কানাডার স্কুল ভিসা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে উচ্চশিক্ষার্থে যেতে আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন: এক্সপ্লোর, হাসনা টাওয়ার, (নিচ তলা), আগ্রাবাদ বা/এ (আগ্রাবাদ জামে মসজিদের বিপরীতে), চট্টগ্রাম। ফোন: ০৩১-৭২৪৩২৪, ০১৮১৯১৭৫৬৮৯ (হোয়াটসঅ্যাপ, ইমো), ই-মেইল: http://info@explore.com.bd
ওয়েবসাইট: www.explore.com.bd ফেসবুক: http://www.facebook.com/exploreconsultancy