কোনদিন উন্নতি লাভ করতে পারে না মেধা বিহীন জাতি - ইঞ্জি: মোশাররফ

কোনদিন উন্নতি লাভ করতে পারে না মেধা বিহীন জাতি - ইঞ্জি: মোশাররফ
কোনদিন উন্নতি লাভ করতে পারে না মেধা বিহীন জাতি - ইঞ্জি: মোশাররফ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি ।।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মেধা বিহীন জাতি কোনদিন উন্নতি লাভ করতে পারে না, তাই মেধার অতি প্রয়োজন আছে, শুধু লেখাপড়া করে পাঠ্যপুস্তক মুখস্থ করি, সে মেধার কোনো কাজে আসে না, হয়তো পাস করা যাবে।

কিন্তু যদি ভালোভাবে লেখাপড়া করি, তাহলে ভালো বিদ্যা অর্জন করি, মেধাবী ছাত্র বা ছাত্রী হতে পারবো। লেখাপড়া করে সঠিক যদি বিদ্যা অর্জন করে বিসিএস ক্যাডার পাশ করা যায়, চাকরির অভাব হবে না।

নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে নজর রাখবে। সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আজ বিকালে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন যুগ পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনির সভাপতিত্বে পুনমির্লনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল প্রধান শিকক্ষ মো জানে আলম বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, আ.লীগ ফখরুল আনোয়ার, ইঞ্জিনিয়ার হারুণ, সহকারী কমিশনার ভূমি জানে আলম, জেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রুস্তম আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিন মুহুরী, জেলা পরিষদ সদস্য অাখতার উদ্দিন মাহমুদ পারভেজসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।