করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলেন

করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলেন
করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলেন

পোস্টকার্ড ডেস্ক ।। 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব জানিয়েছেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে তিনি ঢাকা সিএমএইচে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ই সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এসময় তাকে আইসিইউতে নেয়া হয়।

মাহবুবে আলম ১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে জন্ম গ্রহণ করেন।