করোনা আক্রান্তের সংখ্যা আনোয়ারায় ১শ ছাড়িয়েছে

করোনা আক্রান্তের সংখ্যা আনোয়ারায় ১শ ছাড়িয়েছে
করোনা আক্রান্তের সংখ্যা আনোয়ারায় ১শ ছাড়িয়েছে

আনোয়ারা প্রতিনিধি।।

ক্রমবর্ধমান হারে আনোয়ারা উপজেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে নমুনা পরীক্ষার হারও। শুধু এ উপজেলাই নয়, ভিড় করছেন পার্শ্ববর্তী কর্ণফুলী, বাঁশখালী, চন্দনাইশ উপজেলা থেকেও। এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১শ ১০ জন। আর মৃত্যুর সংখ্যা ১ জন। তবে সবার ঠিকানা আনোয়ারা হলেও বেশির ভাগ লোকই থাকেন শহরে।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানান, করোনা নমুনা সংগ্রহের সময় থেকে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার ৬শত ৪৮ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে আনোয়ারা উপজেলায় ১শ ১০ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। তবে ৭ ও ৮ জুনের ৬৪ জনের নমুনার রির্পোট এখনো পর্যন্ত পাইনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রবিবার ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে বাড়ছে করোনায় আক্রান্ত ব্যক্তির সুস্থতার সংখ্যাও। এ পর্যন্ত ৩১ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে আক্রান্ত ব্যক্তি ও স্থানীয়রা জানান, করোনা সনাক্ত হওয়ার পর থেকে নিজ ঘরে অবস্থান করে ব্যক্তিগত ভাবে চিকিৎসা নিয়েই তারা সুস্থ হয়ে উঠেন। অপরদিকে উপজেলায় অবস্থিত বহুজাতিক শিল্প কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) তেই শুধু ২৩ কর্মকর্তা আক্রান্ত হয়। কাফকোতে দিনদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। জুনের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কাফকোতে। তবে আক্রান্তদের কাফকোর নিজস্ব আইসোলেশনেই চিকিৎসা দিচ্ছেন কর্তৃপক্ষ।

আনোয়ারা থানা পুলিশের উপ সহকারি পুলিশ পরিদর্শক মো. এমরান জানায়, উপজেলায় ১শত ১০ জনের করোনা সনাক্ত হলেও আনোয়ারায় বসবাসরত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৪ জন। অন্যরা তাদের স্থায়ী ঠিকানা আনোয়ারা দিলেও তারা বসবাস করে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন জেলা-উপজেলায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আনোয়ারায় আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে নিজ নিজ হোম কোয়ারেন্টিনেই রয়েছে। পুলিশ সার্বক্ষণিক তাদের খবরা খবর নিচ্ছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা আবু জাহেদ মুহাম্মদ সাইফুদ্দিন জানান, প্রতি দিনই আনোয়ারায় করোনা নমুনা সংগ্রহ চলছে। এখানে আনোয়ারা ছাড়াও পার্শবর্তী উপজেলা থেকেও নমুনা দিতে আসে। এ পর্যন্ত ৬ শত ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে আনোয়ারায় ১ শত ২ জনের শরীরে করোনা পজিটিভ আসে। তবে ৬৪ জনের নমুনা রিপোর্ট এখনো আসেনি।