করোনায় ইতালিতে এক বাংলাদেশি আক্রান্ত

করোনায় ইতালিতে এক বাংলাদেশি আক্রান্ত
করোনায় ইতালিতে এক বাংলাদেশি আক্রান্ত

পোস্টকার্ড ডেস্ক।।

ইতালিতে একজন প্রবাসী বাংলাদেশি শ্বাস নালী সংক্রামনের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

বিষয়টি নিশ্চত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

বুধবার (৪ মার্চ) রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআর-এর অডিটোরিয়ামে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি এ তথ্য জানান।

এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত দেশের সংখ্যা ৭৩ (চীনসহ)। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এন্ডোরা, জর্ডান, লাটভিয়া, মরোক্কো পর্তুগাল, সেনেগাল, তিউনিশিয়াসহ আটটি দেশ।

বিশ্বব্যাপী মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৮৭০ এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৮০,৩০৪ জন। গত ২৪ ঘন্টায় চীনে আক্রান্ত ১৩০ জন। তবে চীনে আক্রান্তের সংখ্যা একটু কমলেও অন্যান্য দেশে বাড়ছে হুহু করে। চীনের বাইরে মোট আক্রান্তের সংখ্যা ১০,৫৬৬ জন। চীনের বাইরে মোট নিহতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৩৮ জন। এর মধ্যে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরান ও জাপানের অবস্থা বেশি খারাপের দিকে যাচ্ছে।

এদিকে, বাংলাদেশে করোনার ঝুঁকি মোকাবেলায় গতকাল তিন স্তরের কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বাবে কমিটির প্রধান হিসাবে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী নিজে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে এ কমিটি করা হয়।

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ চারটি দেশ ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরানের অন-এরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তার পরেও যদি কেও বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে তাদের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নন এই মর্মে স্বাস্থ্য সনদ দেখিয়ে আসতে হবে বলে গতকাল জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।