কর্নেলহাটে অননুমোদিত ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে ৬৫ হাজার জরিমানা

কর্নেলহাটে অননুমোদিত ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে ৬৫ হাজার জরিমানা
কর্নেলহাট্টে অননুমোদিত ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে ৬৫ হাজার জরিমানা

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে ওষুধের মুল্য স্বাভাবিক রাখতে ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যেগে নগরীর আকবর শাহ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ বুধবার বিকালে অভিযানে তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কর্নেল জোন্স রোডের তিনটি দোকানে নকল মাস্ক,  অননুমোদিত ওষুধ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্র‍য়ের দায়ে মক্কা ফার্মেসিকে ২০ হাজার টাকা, বিনা লাইসেন্সে ঔষধ সংরক্ষন ও বিক্র‍য় করার অপরাধে আগমনি ফার্মেসিকে ৪০ হাজার টাকা , গ্রামীণ ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিরীন আক্তার।

শিরীন আক্তার জানান, ওষুধের ব্যবস্থাপনা যেন সুন্দর ও স্বাভাবিক থাকে এবং মানুষ যেন সব ধরনের ওষুধ বাজারে সরবরাহ থাকে সেই জন্য জেল প্রশাসন ও ওষুধ প্রশাসনের অভিযান চলমান থাকবে।

অভিযানে বিনা প্রেস্ক্রিপশনে যেন ওষুধ বিক্রয় না করার জন্য ফার্মেসি মালিকদের অনুরোধ জানান ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান । সেইসাথে ওষুধ বিক্রয়ের সময় ক্যাশ মেমো প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়।