চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট ঘোষণা হয়নি

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট ঘোষণা হয়নি

পোস্টকার্ড ডেস্ক ।।

বৃহস্পতিবার চট্টগ্রামের তিনটি পিসিআর ল্যাবের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট ঘোষণা করা হয়নি । এসব রিপোর্ট শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। দিবাগত রাত সাড়ে বারটার দিকে তিনি এ ঘোষণা দেন।

সিভিল সার্জন কার্যালয় বলেছে, ল্যাব থেকে রিপোর্ট পাওয়া, রিপোর্ট থেকে পজিটিভ-নেগেটিভ শনাক্ত, মৃত্যুর তথ্য ও এলাকাভিত্তিক তথ্য পর্যালোচনা করা সময়সাপেক্ষ। যার কারণে দিনের রিপোর্ট একই দিনে প্রকাশ করতে গিয়ে মধ্য রাত হয়ে যায়। ফলে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এ নিয়ে ভোগান্তি পোহাতে হয়। এর প্রেক্ষিতে এখন থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট পরদিন সকালের দিকে প্রকাশের কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এদিকে গতকাল করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। করোনা আক্রান্ত মো. আলমগীর (৪৮) গতকাল সন্ধ্যার দিকে আইসিইউতে মারা যান। তিনি নগরীর আইসফ্যাক্টরি রোডের বাসিন্দা। করোনা পজিটিভ হওয়ার পর গত ৮ মে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সন্ধ্যার দিকে এই রোগীর মৃত্যু হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ। এর আগে বিকেলে উপসর্গ নিয়ে আব্দুস সালাম নামে আরো একজনের মৃত্যু হয়।