কুয়েত মৈত্রী হাসপাতাল করোনা মোকাবেলায় প্রস্তুত

কুয়েত মৈত্রী হাসপাতাল করোনা মোকাবেলায় প্রস্তুত
কুয়েত মৈত্রী হাসপাতাল করোনা মোকাবেলায় প্রস্তুত

পোস্টকার্ড নিউজ।। 

মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস।

এমন পরিস্থিতিতে এ ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কুয়েত মৈত্রী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ রয়েছে এমন রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে সাবধানে থাকার পাশাপাশি কেউ অসুস্থ হলে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর পরিচালক।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর আইইসিডিআরে করোনাভাইরাসের নিময়িত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ সময় তিনি আরো বলেন, দেশে এখন পযর্ন্ত কারো শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এদিকে, সিংগাপুরে আক্রান্ত বাংলাদেশীদের অবস্থা অপরিবর্তিত বলে জানান তিনি। তবে চীনের পরিস্থিতি প্রতিনিয়ত উন্নত হচ্ছে যোগ করেন ডা. ফ্লোরা।