খালেদ সরফুদ্দীন-এর প্রথম গল্পগ্রন্হ 'নীলছায়া'র মোড়ক উন্মোচন

খালেদ সরফুদ্দীন-এর প্রথম গল্পগ্রন্হ 'নীলছায়া'র মোড়ক উন্মোচন
খালেদ সরফুদ্দীন-এর প্রথম গল্পগ্রন্হ 'নীলছায়া'র মোড়ক উন্মোচন

পোস্টকার্ড ডেস্ক ।।

শুক্রবার বই মেলা'২০২০ এ প্রজ্ঞালোক প্রকাশনীর সামনে মোড়ক উন্মোচন করা হলো ইউএসবাংলা নিউজের নির্বাহী সম্পাদক, পোস্টকার্ডবিডি.কম এর প্রধান সম্পাদক বিশিষ্ট ছড়াকার, নিউইয়র্কের শিল্পসাহিত্য ও সাংস্কৃতিক অংগনের প্রিয়মুখ কবি খালেদ সরফুদ্দীন এর প্রথম গল্পগ্রন্হ 'নীলছায়া'র ।

এসময় উপস্হিত ছিলেন, কবি এমরান চৌধুরী, কবি হোসাইন কবির, গল্পকার আলী আসকর, কবি বিপ্রতীপ অপু, গল্পকার রুনা তাসমিনা, লেখক গোতম কানুনগো, কবি কৌশিক রেইন, গল্পকার ছন্দা দাশ, গল্পকার বিচিত্রা সেন ও গল্পকার ফারজানা রহমান শিমু।

গ্রন্হটির প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ, অঙ্গসজ্জা : মিজানুর রহমান শামীম আর গ্রন্হটি প্রকাশ করেছেন প্রজ্ঞালোক প্রকাশনী।

গ্রন্হটি চট্টগ্রাম বইমেলায় স্টল নং ২০৫ এবং ঢাকা বইমেলায় পাওযা যাবে শব্দশিল্প প্রকাশন, স্টল নং ৮০৯-৮১০ (শিশু চত্বর)।