চট্টগ্রামে ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, অন্যতাই বিকল্প সিদ্ধান্ত : মহানগর ছাত্রলীগ

চট্টগ্রামে  ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, অন্যতাই বিকল্প সিদ্ধান্ত : মহানগর ছাত্রলীগ

মোঃ আলাউদ্দীন ।।

রোগী,হাসপাতাল মালিক, ডাক্তার, প্রশাসন এর সাথে সমন্বয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আলোচনার মাধ্যেমে চেষ্টা চালাচ্ছেন চট্টগ্রাম মহা নগর ছাত্রলীগ,  সম্ভব না হলে আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

গতকাল  (৪ জুন) সকাল থেকে নগরীর বেশ কয়েকটি হাসপাতালে নগর ছাত্রলীগ এর নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় তারা সাধারণ রোগীদের সাথে কথা বলে,তাদের অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করেন হাসপাতাল মালিক ও ডাক্তারদের সাথে কথা বলেন।

এসময় মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজ হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে  গিয়ে মানুষের ভোগান্তির সত্যতা পাওয়া যায় বলে দাবী করেন ছাত্রনেতারা।

হাসপাতালের আইসিউতে ডাক্তাররা নাই, আইসিউতে সিট খালি না থাকার কথা জানালেও মূলত আইসিউগুলো রোগীশূন্য দেখা যায়। হাসপাতালে দায়িত্বরতরা জানিয়েছেন ডাক্তার নাই তাই আইসিইউ বন্ধ রাখা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্র লীগের সভাপতি ইমরান হোসেন ইমু বলেন বেসরকারী ক্লিনিক গুলোতে মানুষ চিকিৎসা সেবা না পেয়ে করোন মৃত্যু বরন করছেন আর আমরা ছাত্র লীগের কর্মিরা জাতির দূর্যোগ মুহূর্তে চুপ করে বসে থাকতে পারিনা,তাই আমরা ভুক্তভোগী,প্রশাসন, ক্লিনিক মালিকদের সাথে কথা বলছি সম্বলিত সিদ্ধান্তের অপেক্ষা করব।

এসময় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী মাহমুদুল হাসান রনি,সাব্বির সাকির,সদস্য মাহমুদুর রশিদ বাবু, ছাত্রনেতা ইউসূফ আলী বিপ্লব, ওয়াহিদ বিন ইউনুস, সৈয়দ তুহিন, সাকিব এসময় উপস্থিত ছিলেন।

ছাত্রনেতাদের প্রতিবাদের মুখে রোগীদের সেবা দিবে আশ্বস্ত করেছেন হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা। রোগী,হাসপাতাল মালিক, ডাক্তার, প্রশাসন এর সাথে সমন্বয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব না হলে চট্টগ্রামের ছাত্র সমাজকে নিয়ে পরবর্তী পদক্ষেপে নিতে বাধ্য হবেন বলে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম এর চিকিৎসাখাত অশুভ কালো সিন্ডিকেট দ্বারা আজ জিম্মি। বেসরকারি হাসপাতাল ও ডাক্তারদের প্রতিনিধিত্বকারী স্বার্থানেষী মহল মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।ইতিমধ্যেই হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে অনেক মানুষ মৃত্যুবরন করেছে।

এই অবস্থার অবসান হওয়া জরুরি। সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে মানুষের মৌলিক অধিকার হনন করে রাষ্ট্রের বিরুদ্ধে দাড়িয়েছেন চক্রটি। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে,হাসপাতাল গুলোর কার্যক্রম মনিটরিং ও সমন্বয়ে নিজেদের সম্পৃক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

এদিকে বিভিন্ন বেসরকারী  হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা না দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে নগর ছাত্রলীগ। দুপুরে জামালখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,।