চট্টগ্রামে নতুন করে আরো ১০৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬৫২৪ জন

চট্টগ্রামে নতুন করে আরো ১০৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬৫২৪ জন
চট্টগ্রামে নতুন করে আরো ১০৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬৫২৪ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮০ জন নগর ও ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬৫২৪ জন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ জন করোনায় মারা গেছেন, ৪১ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ২৫ জন, বিআইটিআইডিতে ১৭ জন, চমেক ল্যাবে আরও ২৮জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।

অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৫টি নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করা হলে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ২৫ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয় হাটহাজারী উপজেলায়। সেখানে ১২ জন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। এছাড়া রাউজানে ৪ জন, পটিয়ায় ৩ জন, ফটিকছড়ি সীতাকুণ্ডে ২ জন করে এবং সাতকানিয়া ও বাঁশখালীতে ১ জন