চট্টগ্রাম বন্দর হাসপাতাল করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে , সকল সুবিধা থাকবে

চট্টগ্রাম বন্দর হাসপাতাল করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে , সকল সুবিধা থাকবে
চট্টগ্রাম বন্দর হাসপাতাল করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে , সকল সুবিধা থাকবে

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনা রোগীদের জন্য হাই ফ্লো অক্সিজেন সেবাসহ বন্দর হাসপাতালের উত্তর দিকের ই ব্লকে গড়ে তোলা হচ্ছে করোনা ইউনিট। চট্টগ্রাম বন্দরের এই ৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত ইউনিট তৈরির কাজ শেষ পর্যায়ে। ইতোমধ্যে বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ৪টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৪টি ভেন্টিলেটর দিয়েছে বন্দরের করোনা ইউনিটের জন্য। মৌখিক পরীক্ষা শেষে ১৩ চিকিৎসককে নিয়োগপত্রও দেয়া হয়েছে ।

বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, বন্দর কর্তৃপক্ষ প্রথম ধাপে ক্রিটিক্যাল করোনা রোগীদের জন্য অত্যাবশ্যক হাই ফ্লো অক্সিজেন সিস্টেমসহ ৫০ শয্যার ইউনিট চালু করছে। যাদের ইসোলেশন ওয়ার্ডে হাই ফ্লো অক্সিজেন সেবা দরকার হবে তাদের আলাদা কক্ষে নেয়া হবে। দ্বিতীয় ধাপে চালু করা হবে ইনটেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ)।

তিনি বলেন, আইসোলেশন ইউনিটের সরঞ্জামের জন্য দরপত্র হয়েছে। এসব সরঞ্জাম বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, করোনা ইউনিট দ্রুত সময়ের মধ্যে চালু করার ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে বন্দরের স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে চিকিৎসকদের নিয়োগপত্র দিয়ে আগামী বৃহস্পতিবারের (১৮ জুন) মধ্যে তাদের কাজে যোগ দেয়ার জন্যও বলা হয়েছে। এই করোনা ইউনিটে পুরোদমে চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজও চলছে। করোনা রোগীদের শিগগিরই চিকিৎসাসেবা দিতে পারবো।