চট্টগ্রামে শুক্রবার জে.এম সেন হল প্রাঙ্গণে নবান্ন উৎসব

চট্টগ্রামে শুক্রবার জে.এম সেন হল প্রাঙ্গণে নবান্ন উৎসব
চট্টগ্রামে নবান্ন উৎসব শুক্রবার জে.এম সেন হল প্রাঙ্গণে

পোস্টকার্ড ডেস্ক ।।

এলো বাঙালির নবান্ন উৎসব । বাংলা ও বাঙালি কৃষ্টি ও ঐতিহ্য রক্ষায় এ নবান্ন উৎসব।এই আয়োজন হবে আবহমান বাংলার গ্রামীন ও কৃষিজ সংস্কৃতিকে লালন করে এমন উৎসব।

বাংলার চিরায়ত কৃষিজ সংস্কৃতিকে নাগরিক জীবনের সাথে মেলবন্ধন ঘটিয়ে উদ্যাপনের লক্ষে ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টায় পর্যন্ত জে.এম.সেন হল প্রাঙ্গণে পঞ্চম বারের মত আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব।

উৎসব উদ্বোধন করবেন তিন জন প্রান্তিক কৃষক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন লায়ন জেলা গভর্ণর লায়ন রূপম কিশোর বড়ুয়া, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন।

উৎসবে থাকবে যন্ত্র সংগীত, সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু ও জলি মন্ডলের পরিবেশনা।

অনুষ্ঠানে থাকবে পিঠাপুলী স্টল।

স্টল নিতে আগ্রহীদের যোগাযোগ করতে (০১৭১০৪৭২৪৩৭) অনুরোধ করা হয়েছে।

উৎসব সফল করতে সর্বস্তরের সকলকে উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা: এ.কিউ.এম সিরাজুল ইসলাম, কো-চেয়ারম্যান মফিজুর রহমান, সদস্য সচিব প্রণব বল ও সমন্বয়ক রুবেল দাশ প্রিন্স’ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন