চট্টগ্রামে ৮ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, সীতাকুণ্ডে নিয়ে বিক্রি - গ্রেপ্তার ৮

চট্টগ্রামে ৮ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, সীতাকুণ্ডে নিয়ে বিক্রি - গ্রেপ্তার ৮
চট্টগ্রামে ৮ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, সীতাকুণ্ডে নিয়ে বিক্রি - গ্রেপ্তার ৮

পোস্টকার্ড ডেস্ক ।।

পিডিবির সাব স্টেশন চট্টগ্রামের পাতেহাড়তলী থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ (৩০), মো. শওকত (৩৯), মো. খোকন (৩৬), মো. নাছির আহাম্মদ (৫০), মো. আলাউদ্দিন (৪৫), অনুপ সাহা ওরফে বাবু (৫৭), মো. কালু (৪৫) ও মো. জাহেদ (২৭)।

সোমবার (১১ এপ্রিল) রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পূলিশ জানায়, গ্রেপ্তার আলাউদ্দিন, অনুপ সাহা, মাসুদ ও কালুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিভিন্ন আইনে মামলা রয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৯ মার্চ গভীররাতে দক্ষিণ কাট্টলীর পিডিবির সাব স্টেশনে ভেতরে ঢুকে ১১৫ মিটার ক্যাবল চুরি করে নিয়ে যায়। এসব ক্যাবলের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় ৩১ মার্চ বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. ফারুকুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরে গত ১১ এপ্রিল রাতে পাহাড়তলী থানা এলাকা থেকে মো. মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত শওকত, খোকন ও নাছির আহাম্মদকেও গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন, অনুপ সাহা, মো. কালু ও মো. জাহেদকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অনুপ সাহা চুরি যাওয়া ক্যাবলগুলো তাদের কাছ থেকে ক্রয় করেন। পরে গ্রেপ্তার আলাউদ্দিনের কাছ থেকে ক্যাবল বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা বন্দর, মিল-কারখানা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক ক্যাবলসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে সীতাকুণ্ড এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে এসব মালামাল দেশের বিভিন্ন এলাকায় চোরাই মাল ক্রেতাদের কাছে বিক্রি করে দেয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে মাসুদ ও নাছির আহাম্মদ চুরির ঘটনায় নিজেদের এবং অন্যদের সম্পৃক্ততার বিষয়ে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;