চট্টগ্রামের করোনা আপডেট: আরো শনাক্ত ১৩২ জন , মৃত্যু ২ জন

চট্টগ্রামের করোনা আপডেট: আরো শনাক্ত ১৩২ জন , মৃত্যু ২ জন

নিজস্ব প্রতিবেদন।।

নতুন করে চট্টগ্রামে আরো ১৩২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে শনাক্তের সংখ্যায় সর্বোচ্চ। 

চট্টগ্রামের তিনটি ল্যাবে ৫২৭টি এবং কক্সবাজারের ল্যাবে ৯টিসহ মোট ৫৩৬টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামেই ১৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরে শনাক্ত হয়েছেন ১১৫ জন। আর ১৭ জন উপজেলা পর্যায়ের। এর মধ্যে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুলেরও করোনা শনাক্ত হয়েছে গতকাল। মহানগরে শনাক্তদের মাঝে কয়েকজন সাংবাদিক ও চমেক হাসপাতালের কয়েকজনসহ বেশকয়জন চিকিৎসক আছেন। পুলিশ সদস্যও আছেন বেশ কয়জন। গতকাল করোনা শনাক্তদের মাঝে সমকালের একজন সাংবাদিক (নাসির হায়দার), ইন্ডিপেন্ডেট টেলিভিশনের একজন ভিডিওগ্রাফার ও একজন গাড়ি চালক আছেন।

এদিকে, গতকাল করোনা আক্রান্ত আরো দুজনের এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। তবে তিনজনই করোনা পজিটিভ বলে জানিয়েছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব জানান, তিনজনের মধ্যে একজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। বাকি দুজন আগেই আক্রান্ত ছিলেন। তিনজনই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া তিনজনের একজন মো. ইদ্রিস (৭০)। তিনি কক্সবাজারের বাসিন্দা। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। অপর একজন বন্দর এলাকার আব্দুল কাদের (৫৭)। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। অপর একজন নগরীর ব্যাটারিগলির বাসিন্দা ওমর ফারুক (৫৭)। তিনিও সকাল ১০টার দিকে আইসিইউতে মারা যান। তবে মৃত্যুর পর মঙ্গলবার বিকেলে তার নমুনা নেয়া হয় বলে জানান ওমর ফারুকের আত্মীয় ইসমাইল চৌধুরী। তাঁর দাবি, শনিবার থেকে হাসপাতালে ভর্তি থাকলেও রোগীর নমুনা নেয়া হয়নি। মুত্যুর পর মঙ্গলবার বিকেল চারটার দিকে নমুনা নেয়া হয়। যার রিপোর্ট রাত পর্যন্ত পাওয়া যায়নি। অথচ, হাসপাতাল থেকে রোগীকে আগেই করোনা পজিটিভ বলা হচ্ছে। এ তথ্য ঠিক নয় বলে দাবি করেন তিনি। সবমিলিয়ে গতকাল রাত পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪২ জনে দাঁড়ালো। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফৌজদারহাটের বিআইটিআইডিতে মঙ্গলবার ২৬২টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৫৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪৪ জন মহানগরীর। আর ১০ জন উপজেলা পর্যায়ের। উপজেলা পর্যায়ে সীতাকুণ্ডে ৫ জন, বাঁশখালীতে ২ জন এবং ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীতে ১ জন করে শনাক্ত হয়েছে।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ৩ জনই রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। আগেরদিন (১৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষা হয়। এতে চট্টগ্রামের ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৭১ জন। আর উপজেলা পর্যায়ে ৩ জন। উপজেলায় শনাক্তদের মধ্যে সন্দ্বীপে ২ জন এবং পটিয়ায় একজন আছেন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের দুটি উপজেলার (সাতকানিয়া ও লোহাগাড়ার) ৯টি নমুনা পরীক্ষা হয়েছে গতকাল। এর মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে ৫৩৬ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৩২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলার ২২ জনেরও করোনা পজিটিভ এসেছে গতকাল। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আক্রান্তদের বাসা-বাড়ি লকডডাউনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।

এদিকে, নতুন করে শনাক্ত ১৩২ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা গতকাল পর্যন্ত ৯৭২ জন। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কক্সবাজারে শনাক্ত হওয়া ৫ রোগী চট্টগ্রামের হাসপাতালগুলোতে ভর্তি হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৭ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে ৪২ জন। এছাড়া নতুন ৭ জনসহ মোট ১২৭ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।