চট্টগ্রামের দুঃখ পোর্ট কানেকটিং রোডের উন্নয়নকাজ এ কয়েকদিনেই দৃশ্যমান : সুজন

চট্টগ্রামের দুঃখ পোর্ট কানেকটিং রোডের উন্নয়নকাজ এ কয়েকদিনেই দৃশ্যমান : সুজন

পোস্টকার্ড ডেস্ক ।।

খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামের দুঃখ পোর্ট কানেকটিং রোডের উন্নয়নকাজ এ কয়েকদিনেই দৃশ্যমান। সঠিক তদারকি আর জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এ কাজের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আমাদের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ সড়কটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই অগ্রাধিকার প্রকল্পে এ সড়ককে অন্তর্ভুক্ত করেছি। প্রায়ই আমি এ সড়ক পরিদর্শন করে ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা আর তাগাদা প্রদান করছি। আমাদের অনেক সময় করোনা এবং বর্ষায় নষ্ট হয়ে গিয়েছে। তাই একমুহূর্তও সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। এই শীত মৌসুমেই এ সড়ককে যান ও জন চলাচলের উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শুক্রবার বিকেলে সাগরিকা থেকে ওয়াপদা মোড় পর্যন্ত পিসি রোডের কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করে আরো বলেন, আলোচনা সমালোচনা থাকবে। তবে গঠনমূলক সমালোচনায় অনেক কিছুর সমাধান আসে। তাই তিনি ধৈর্য্য ও সহনশীল মনোভাবে উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে প্রশাসক পিসি রোডের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাজে গতি ত্বরান্বিত করার নির্দেশনা দিয়ে বলেন, আমি উন্নয়নের প্রসব বেদনায় ভুগছি। এ কাজে আপনার গাফিলতি আমাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতা পরিহার করে দায়িত্বজ্ঞান ও সেবার মনসিকতায় কাজ করুন। অন্যথায় বিবেকের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ঠিকাদারগণ প্রশাসকের সাথে ছিলেন।