সীতাকুন্ডে চোরাই তেল চক্রের ৩ সদস্য আটক 

সীতাকুন্ডে চোরাই তেল চক্রের ৩ সদস্য আটক 
সীতাকুন্ডে চোরাই তেল চক্রের ৩ সদস্য আটক 

সীতাকুন্ডে প্রতিনিধি ।। 

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সরকারি অয়েল কোম্পানি থেকে তেল সরবরাহকৃত তেল ভাউচারের মাধ্যমে আনার সময় সীতাকুন্ডের পোর্টলিংক ফৌজদারহাট-বন্দর বাইপাস সড়কে সক্রিয় চোরাই তেল চুরি চক্রের সদস্যরা চালক ও হেলপারের যোগসাজসে প্রতি ভাউচার থেকে ২শ থেকে ৩শ লিটার তেল চুরি করে থাকে।

গত বৃহস্পতিবার রাতে একটি চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২শ লিটার ডিজেল ও ভাউচারের ভিতরে থাকা একটি চোরাই কন্টেইনার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে আসামি করে সীতাকুন্ড মডেল থানায় গতকাল শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেছেন ভাটিয়ারী ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের সুপারভাইজার ইমরানুল আলম।

আটককৃতরা হলেন চট্টগ্রাম বন্দর থানাধীন সাচি চৌধুরী পাড়া আবুল কাসেমের বাড়ির ভাড়াটিয়া মোস্তাফিজুর রহমান ওরফে রহমান (৪০)। তার পিতার নাম শাহাজাহান, একই এলাকার দক্ষিণ মধ্যম হালিশহর ধোপার দিঘীর পাড় শেখ আলী সাওদাগরের বাড়ির আমিনুল হকের ছেলে মোহাম্মদ রুবেল (২৯) ও নোয়াপাড়া আজিজ ফকিরের মাঝার সংলগ্ন এলাকার মোহাম্মদ আবুল হাসেমের ছেলে আরিফুল হক মুন্না (৩০)।

আটক মোস্তাফিজ ও রুবেল জানান, ফৌজদারহাট বন্দর বাইপাস সড়কে একাধিক চক্র রয়েছে তেলবাহী ভাউচার থেকে তেল চুরি করতে। গাড়ির মালিক, চালক ও হেলপারের যোগসাজসে সরকারি অয়েল কোম্পানি থেকে সরবরাহকৃত প্রতিটি ভাউচার থেকে ২শ থেকে ৩শ লিটার তেল চুরি করে থাকে। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় এই ব্যবসা চলে বলে দাবি তাদের।

এ ঘটনায় মামলার বাদী ভাটিয়ারী ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের সুপারভাইজার ইমরানুল আলম বলেন, যমুনা অয়েল কোম্পানি হতে ফেরদৌস স্টিল কর্পোরেশন শিপইয়ার্ডের জন্য ক্রয়কৃত ৯ হাজার লিটার ডিজেল নিয়ে আসে অভিযুক্তরা। ভাউচার নং চট্টমেট্টো ট-০৯-০০১৭। এতে ইয়ার্ডে থাকা কন্টেইনারে তেল কম পরিলক্ষিত হলে ভাউচারে তল্লাসী করা হয়। এতে ভাউচারের ভিতরে আরেকটি ২শ লিটার ধারণ ক্ষমতার চোরাই কন্টেইনার পাওয়া যায়। এ ঘটনায় চালক, হেলপারসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুন্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, আটক তিনজন তেল চুরি চক্রের সদস্য। এ রকম আরো কয়েকটি চক্র রয়েছে। আমরা এই চক্রের বিরুদ্ধে সোচ্ছার রয়েছি। ধারাবাহিক অভিযানে এসব চক্রকে নির্মূল করবো।