চীনে করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ৪ চিকিৎসক

চীনে করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ৪ চিকিৎসক
চীনে করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ৪ চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাস মৃতের সংখ্যা আরও বেড়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চার চিকিৎসক।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস থেকে সেরে উঠা ডাক্তররা হলেন বাই হুই, লি চুনফ্যাং, ঝাও ঝিয়াং এবং গুয়ো কিন।

এ ব্যাপারে শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা করার সময়ই করোনাভাইরাসে আক্রান্ত হন ওই চার ডাক্তার। সেরে উঠার পর আবারও ওই চার ডাক্তার উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও ওই চার ডাক্তার পোস্ট করেছেন।

এদিকে, করোনাভাইরাসের বিষয়ে প্রথম খবর দেয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার লি ওয়েনলিয়াং'র মৃত্যুর পর বেশ সমালোচিত চীনের প্রশাসন। এই ইস্যুতে বেশ ক্ষুব্ধ হয়েছেন চীনের জনগণ।