চলতি বছরের শেষ ভোট যুদ্ধে হারল বিজেপি, ঝাড়খন্ডের মসনদে জোটের হেমন্ত সোরেন

চলতি বছরের শেষ ভোট যুদ্ধে হারল বিজেপি, ঝাড়খন্ডের মসনদে জোটের হেমন্ত সোরেন
চলতি বছরের শেষ ভোট যুদ্ধে হারল বিজেপি, ঝাড়খন্ডের মসনদে জোটের হেমন্ত সোরেন

পোস্টকার্ড ( আন্তর্জাতিক) ডেস্ক ।।

বছরের শেষ বড় ভোট যুদ্ধে হারল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এবার দলটির হাতছাড়া হয়ে গেল ঝাড়খন্ডে। এ রাজ্যে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জোট। সোমবার ভোট গণনার শুরু থেকেই দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছিল। কিন্তু, বেলা যত গড়াতে থাকে ততই ভোটের ফল জোট শিবিরের দিকেই ঝুঁকে পড়তে শুরু করে। আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় পালাবদলের ইঙ্গিত।

ঝাড়খন্ড বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ৪১। শেষ খবর পাওয়া অনুযায়ী কংগ্রেস ১৫, জেএমএম ৩০ ও আরজেডি একটি আসন পেয়েছে। বিজেপি জিতেছে ২৫ আসনে। ফলে একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে জোট নেতা হেমন্ত সোরেনই ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছেলে। এমন জয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হেমন্ত। পাশাপাশি জোট সঙ্গীদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে আঞ্চলিক দল অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের  (এজেএসইউ) সঙ্গে জোট বেঁধে রাজ্য বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৪২টিতে জয় পেয়েছিল বিজেপি। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে একটি বেশি ছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন রঘুবর দাস।

এদিকে জয় স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গাতেই জোট শিবিরের উল্লাসের ছবি দেখা গেছে। কোথাও জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ শুরু হয়ে যায়। আবার কোথাও বাজি পোড়াতে শুরু করেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা।
ঝাড়খÐের বিধানসভা নির্বাচনে স্থানীয় ইস্যুগুলো প্রাধান্য পেলেও এখানে বিজেপির পরাজয় হলে তাকে দলটির নীতিগত পরাজয় বলেই বিবেচনা করা হবে। তাই এ নির্বাচনের ফলের দিকে তাকিয়ে ছিল পুরো ভারত। এই নির্বাচনের ফল বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত বছর দলটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভার নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়। চলতি বছর মহারাষ্ট্রে মিত্র শিব সেনার সঙ্গে ক্ষমতা নিয়ে বিরোধে রাজ্যটি তাদের হাতছাড়া হয়ে গেছে। ঝাড়খÐে পরাজিত হওয়ায় ভারতের কেন্দ্রস্থলীয় আরেকটি রাজ্য বিজেপির প্রভাব বলয় থেকে ছিটকে পড়ল।