চলন্ত বাসে পোশাককর্মীকে তুলে ধর্ষণ, দুই ধর্ষকের যাবজ্জীবন

চলন্ত বাসে পোশাককর্মীকে তুলে ধর্ষণ, দুই ধর্ষকের যাবজ্জীবন
চলন্ত বাসে পোশাককর্মীকে তুলে ধর্ষণ, দুই ধর্ষকের যাবজ্জীবন

আদালত ডেস্ক ।।

চলন্তবাসে তুলে নিয়ে চট্টগ্রামের এক পোশাক কর্মীকে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন। এ মামলার আরো দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। 

সোমবার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আইনজীবী আরিফুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আলিম উদ্দিন ও মো. হারুন। তাদের মধ্যে মো. হারুন পলাতক রয়েছেন। এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন মো. আমিন ও মো. জসিম নামে দুইজন।

আইনজীবী আরিফুল আলম বলেন, ওই পোশাককর্মীকে নানাভাবে উত্যক্ত করত আসামিরা। এরই ধারাবাহিকতায় ২০০৩ সালের ৩ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার পথে তাকে চলন্ত বাসে তুলে নিয়ে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় ওইদিনই নগরীর পতেঙ্গা থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।