ছুঁই ছুঁই করছে সীতাকুন্ডের পৌরসভা নির্বাচন, ঘুম নেই মনোনয়ন প্রত্যাশীদের

ছুঁই ছুঁই করছে সীতাকুন্ডের পৌরসভা নির্বাচন, ঘুম নেই মনোনয়ন প্রত্যাশীদের

নাছির উদ্দিন শিবলু, সীতাকুন্ড।।

মেয়াদ উর্ত্তীন হওয়ায় পৌর নির্বাচনের সীদ্ধান্তে পৌচেছে সরকার। নির্বাচনের বার্তা পাওয়ার সাথে ঘুম চলে গেছে মনোনয়ন প্রত্যাশীদের। আর একাধিক প্রত্যাশীর ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে সীতাকুন্ড পৌরসভা। দলীয় প্রতিক পেতে উঠে-পড়ে লেগেছে সবাই। ব্যাক্তিগত ইমেজের সাথে দলীয় কর্মকান্ডকে পুজি করে সবাই চাইছে দলীয় প্রতিক আয়ত্বে করতে। কারন দলের হাই কমান্ড যার হাতে প্রতিক দিবে সে হবে দলীয় নৌকার মাঝি।

চলতি বছরে নয়তো নতুন বছরের শুরুতে অনুষ্টিত হওয়ার সম্ভবনা শতভাগ। তাই প্রতিকের দৌড়ে নতুন মুখের সাথে বর্তমান ক্ষমতায় অধিষ্টিতদের বেড়েছে দৌঁড়ঝাপ। কেউ কেউ সংবাদ মাধ্যমে উপস্থিত হয়ে জানান দিচ্ছেন প্রার্থীতার। আবার কেউ কেউ চলছেন নিরবে নিভৃতে নানা কৌশলে প্রতিক ছিনিয়ে নেয়ার।

একেবারে ছুঁই ছুঁই করছে নির্বাচন। তাই বয়োজেষ্টদের পাশপাশী উদীয়মান তরুনরাও ভীড় করছে নির্বাচনী সম্ভাব্য প্রার্থীর কাতারে। তাই একটু জটিল আকার ধারন করেছে নির্বাচনী সমীকরন। এরপরও ছাড় দিবে না কেউ কাউকে। সর্বোচ্চ প্রচেষ্টায় মেতে উঠেছে প্রার্থীরা সবাই।

গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে, অফিস পাড়াতে নিজেদের প্রার্থীতা জানান দিতে পার করছে ব্যস্ত সময়। সে সাথে নৌকার মাঝি কে হচ্ছে তা নিয়ে চলছে দলের ভেতরে- বাইরে ঝল্পনা-কল্পনা। তবে যার ইমেজ ভাল সে হবে নৌকার মাঝি। এবার যথাযথ লোক বাচায় করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়। 

দলের সিনিয়র নেতারা বলেন,‘ অতীত ও বর্তমান কর্মকান্ড বিবেচনা করে সীদ্ধান্ত নিবে দল। অতীতে অপকর্মকারীদের হাতে যাবে না দলীয় প্রতিক। প্রয়োজনে তরুন উদীয়মান নেতৃত্ব বাচায় করে প্রতিক দেয়া হবে। কারন ইতিপূর্বে দলের নাম ব্যবহার করে ক্ষমতায় বসে অনেকে আখের গুছিয়েছেন বলে জানান তারা।

যেসব প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে তারা হলেন,‘ জেলা আওয়ামীলীগের সদস্য ও  ত্যাগী নেতা মো. গোলাম রাব্বানী, বর্তমান মেয়র মো. বদিউল আলম, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছাত্র সাবেক উপজেলা ক্রীড়া সম্পদক, তরুন আওয়ামীলীগ নেতা ভূইয়া সামী আল মুজতবা শুভ, কাউন্সিলার মাইমুন উদ্দিন মামুন, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, সাংবাদিক মো. ইউছুফ, মেজবাহ উদ্দিন, হারাধন চৌধুরী বাবু, কাউন্সিলার জুলফিকার আলি শামীম মাসুদ, কাউন্সিলার মুরাদ, ও আবদুস সামাদ প্রমুখ।