জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় আবুধাবীর বাংলাদেশ স্কুলে বিজয় দিবস উদযাপন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় আবুধাবীর বাংলাদেশ স্কুলে বিজয় দিবস উদযাপন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় আবুধাবীর বাংলাদেশ স্কুলে বিজয় দিবস উদযাপন

পোস্টকার্ড (আমিরাত) প্রতিনিধি ।।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় প্রবাসে বেড়ে উঠা ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধ, বিজয় ও দেশের অগ্রগতি সম্পর্কে জানাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্হ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উদ্যোগে  সোমবার নানা আয়োজনে মহান বিজয় (১৬ ডিসেম্বর) দিবস উদযাপন করা হয়।

কোরান তেলাওয়াতের মাধ্যমে সূচীত স্কুল অডিটরিয়ামে তিন পর্বের এ অনুষ্টানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণীতে বিভক্ত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসান। তিনি সকলকে স্বাগত জানান এবং অনুষ্টানে এসে সফল করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্টদূত ডাঃ মোহাম্মদ ইমরান।

রাস্ট্রদূত তাঁর বক্তব্যে প্রবাসে বেড়ে উঠা সকল ছাত্রছাত্রীদের দেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও দেশ এগিয়ে যাবার কথা জানতে বা জানাতে সকল অভিভাবক ও শিক্ষকদের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জায়েদ ভার্সিটির অধ্যাপক ডঃ হাবীবুল হক খন্দকার, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শওকত আকবর, যুগ্ন সাধারন সম্পাদক মউন উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, খেলায়েত হোসেন হিরুসহ অারো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজয় দিবসের এ অনুষ্ঠান হতে ছাত্রছাত্রীরা অনেক কিছু জানতে পেরেছেন বলে অভিমত দেন অনেকে স্কুল ছাত্র ছাত্রী, শিক্ষক অভিভাবক ও অন্যান্য আগত প্রবাসীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্রছাত্রীদের নানা পরিবেশনা উপস্থিত সকলকে সকলকে মাতিয়ে রাখে।

পরে রাস্ট্রদূত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।