জানাযা ও গোসল ছাড়াই সীতাকুণ্ডে জ্বরে মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন ,স্বজনরা হোম কোয়ারেন্টাইনে

জানাযা ও গোসল ছাড়াই সীতাকুণ্ডে জ্বরে মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন ,স্বজনরা হোম কোয়ারেন্টাইনে

সীতাকুণ্ড প্রতিনিধি।। 

সীতাকুন্ডে করোনা সন্দেহে জ্বর-কাশিতে আক্রান্তে মারা যাওয়া নারীকে গোসল ও জানাযা ছাড়াই দাফন করা হয়েছে। গতকাল বুধবার সকালে স্বামীর বাড়ির কবরস্থানে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন কার্য সম্পন্ন হয়।

সীতাকুণ্ড পৌরসভায় শেখপাড়া এলাকায় জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে রেনু বেগম নামে এক মহিলা মঙ্গলবার মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমন সন্দেহে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে। মৃত্যুর পর করোনা রোগিদের মতোই তার পাশে কোনো স্বজন বা সাধারণ মানুষকে ভিড়তে দেয়া হয়নি। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মারা গেলেও তার পাশে স্বামী ব্যতিত আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশি কেউ ছিল না। প্রায় ১৬ ঘণ্টা পর গতকাল বুধবার ১০টার দিকে গোসল কিংবা আনুষ্ঠানিক কোনো জানাযা ছাড়াই তার দাফন সম্পন্ন হয়। এমনকি দাফন করার সময় স্বামী একাই কবরের মাটি খুঁড়তে হয়েছে। আবার সে নিজে মাটি দিয়ে ঘরে ফিরে আসে। ওই মহিলার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করতে থাকে। তবে স্বামীর দাবি ছিল, তার স্ত্রী দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, তিনি শুনেছেন ওই নারী জ্বর, সর্দি, কাশিতে ভুগে মারা গেছেন। তাই তাঁর স্বজনদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ বলেন, ওই নারীর মায়ের শ্বাসকষ্ট ছিল। মাকে নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। মায়ের শুশ্রুষা করতে গিয়ে সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মা করোনার রোগী ছিলেন না। তাই তিনিও করোনার রোগী নন।